ঢাকা,  শনিবার
২৪ জানুয়ারী ২০২৬ , ০৬:০৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে ভোটারদের সঙ্গে সাধারণ মানুষের সাথে দেখা করলেন আমিনুল হক * আন্তর্জাতিক বাজারে উত্থানের প্রভাবে দেশে ফের স্বর্ণের দাম বৃদ্ধি * ইসলামী আদর্শ বাস্তবায়নের নামে দলীয় স্বার্থে ধোঁকার অভিযোগ * আমরা দেশ ও জাতিকে বিভক্ত করতে চাই না: জামায়াত আমির * দেশের সম্মান রক্ষায় জীবন উৎসর্গের অঙ্গীকারে নির্বাচনমুখী প্রচারণা জোরদার * সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা নিয়ে ইরানে তীব্র বিতর্ক * সারাদেশে বিদ্রোহীদের বহিষ্কার করলো বিএনপি * সিলেটে বিএনপির জনসভায় জনস্রোত, নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা * মিরপুরে স্থানীয় বিএনপি ও জামায়াতকর্মীদের মধ্যে উত্তেজনা, হাতে–হাতিতে আহত অন্তত ১৫ * চার দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে তারেক রহমানের কূটনৈতিক সৌজন্য সাক্ষাৎ ও রাজনৈতিক বার্তা

আন্তর্জাতিক বাজারে উত্থানের প্রভাবে দেশে ফের স্বর্ণের দাম বৃদ্ধি

repoter

প্রকাশিত: ১২:২৬:০৬অপরাহ্ন , ২৪ জানুয়ারী ২০২৬

আপডেট: ১২:২৬:০৬অপরাহ্ন , ২৪ জানুয়ারী ২০২৬

ফাইল ছবি

ছবি: ফাইল ছবি

বাংলাদেশের স্বর্ণবাজারে মূল্যের ওঠানামা আবারও তীব্রতা পেয়েছে। পূর্ববর্তী দিন রাতে দাম কমানোর সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর দ্রুত উত্থান হওয়ায় দেশীয় বাজারে নতুন করে বাড়তি মূল্য নির্ধারণ করা হয়েছে। ফলে স্বল্প ১২ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের মূল্য বাড়ার ঘটনা বাজারে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। নতুন সমন্বয় অনুযায়ী ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি মূল্য দুই লাখ পঞ্চান্ন হাজার ছয় শত সতেরো টাকা নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মতে আন্তর্জাতিক বাজারে দামের হঠাৎ বৃদ্ধি পরিস্থিতিকে জটিল করেছে। আন্তর্জাতিক বাজারে মূল্য পরিবর্তনের কারণ বিশ্লেষণে দেখা যায় যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি ওই বাজারে নিরাপদ বিনিয়োগ স্থান হিসেবে স্বর্ণের মূল্যকে উপরের দিকে ঠেলে দিয়েছে, যা সাম্প্রতিক বৈশ্বিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের প্রতিফলন। বাজার সংশ্লিষ্টদের দাবি, আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তন নিয়তই দেশীয় বাজারে প্রভাব ফেলে, বিশেষত যখন বিদেশি বাজারের সঙ্গে সংশ্লিষ্টতা আছে। এ প্রসঙ্গে দামের দ্রুত সমন্বয় প্রয়োজনীয় বলে তারা উল্লেখ করেন, যাতে ক্রেতা ও বিক্রেতা উভয়পক্ষ ক্ষতির ঝুঁকির মধ্যে না পড়েন। স্বর্ণ ব্যবসায়ীরা আরো জানান, রাতের বৈঠকে আন্তর্জাতিক বাজারে নিম্নমুখী ধারা থাকায় কমানোর সিদ্ধান্ত নেয়া হলেও পরে বৈশ্বিক বাজারে দ্রুত ও ব্যাপক উত্থান ঘটায় পরবর্তী বৈঠকে তড়িঘড়ি করে দাম বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়। দেশের বাজারে নতুন তালিকায় ২১ ক্যারেট ভরি দুই লাখ চুয়াল্লিশ হাজার এগারো টাকা, ১৮ ক্যারেট ভরি দুই লাখ নয় হাজার একশ ছত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি এক লাখ একাত্তর হাজার আটশ ঊনসত্তর টাকা নির্ধারিত হয়েছে। পাশাপাশি রুপার দামও বৃদ্ধি করা হয়েছে; ২২ ক্যারেট ভরিতে ছয় হাজার আটশ বিয়াশি টাকা, ২১ ক্যারেট ভরিতে ছয় হাজার পাঁচশ বত্রিশ টাকা, ১৮ ক্যারেট ভরিতে পাঁচ হাজার পাঁচশ নিরানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির ভরিতে চার হাজার দুই’শ টাকা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা সাম্প্রতিক সময় বৃদ্ধি পেলেও সেই সঙ্গে নিরাপদ বিনিয়োগ কোন দিকে যাবে তা নিয়ে বৈশ্বিক অর্থনীতিতে বিশ্লেষণ চলমান। বাংলাদেশি বাজারে সমন্বয় জটিল হওয়ায় অনেক ব্যবসায়ী বলেন, দেশে স্বর্ণের আমদানি, পরিশোধন ও বিক্রির ধাপগুলো আন্তর্জাতিক মূল্যচক্রের সঙ্গে যুক্ত হওয়ায় নিত্য পরিবর্তনের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। বিশ্ববাজারে স্বর্ণের উল্লম্ফন বাজারের অনিশ্চয়তা ও তেলের মূল্য অপরিবর্তনীয়তা সৃষ্টিতে ভূমিকা রাখছে। ভবিষ্যতে মূল্য কোন দিকে যাবে তা নিশ্চিত বলা কঠিন হলেও ভূ-রাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকলে আরো উর্ধ্বমুখী চাপ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশের ভোক্তারা মুনাফা ও খরচের অনুপাত বিবেচনায় ক্রয়ের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন, যখন ব্যবসায়ীরা তাদের স্বার্থের ভারসাম্য রক্ষায় নিয়মিত সমন্বয় বড় ভূমিকা রাখছে। সংশ্লিষ্ট পর্যবেক্ষকদের মতে, বৈশ্বিক অর্থনীতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত স্বর্ণবাজারে অনিশ্চয়তা অব্যাহত থাকবে।

repoter