ছবি: নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালা
"ডিসেম্বরে নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালার নতুন জীবনের সূচনা: গাঁটছড়া বাঁধছেন ঘরোয়া অনুষ্ঠানে"।
বাগদানে বাঁধা পড়ার পর এবার বিয়ের পালা, দুই পরিবারেই চলছে প্রস্তুতি।
অগাস্টের শুরুতে দক্ষিণি সুপারস্টার নাগা চৈতন্য এবং অভিনেত্রী শোভিতা ধূলিপালার বাগদান সম্পন্ন হয়েছে। আগামী ৪ ডিসেম্বর ঘনিষ্ঠ পরিসরে তাঁরা জীবনের নতুন অধ্যায় শুরু করবেন। ২০১০ সালে ‘ইয়ে মায়া চেসাভে’ সিনেমার সেটে প্রথম প্রেমের সূত্রপাত সামান্থা এবং নাগার মধ্যে, যা বিয়েতে গড়ালেও দীর্ঘস্থায়ী হয়নি। বিচ্ছেদের পর সামান্থা মনোনিবেশ করেন কাজে, আর নাগা ধীরে ধীরে সম্পর্ক গড়েন শোভিতার সঙ্গে। তাঁদের বাগদানের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন নাগার বাবা, অভিনেতা নাগার্জুন।
repoter