ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ১২:৪২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

কাকরাইলে আবারও উত্তেজনা, নিরাপত্তা জোরদার

repoter

প্রকাশিত: ১২:১৮:২১অপরাহ্ন , ১৫ নভেম্বর ২০২৪

আপডেট: ১২:১৮:২১অপরাহ্ন , ১৫ নভেম্বর ২০২৪

কাকরাইল মসজিদে সকাল থেকে নিরাপত্তা জোরদার। ছবি: সংগৃহীত

ছবি: কাকরাইল মসজিদে সকাল থেকে নিরাপত্তা জোরদার। ছবি: সংগৃহীত

কাকরাইলের মারকাজ মসজিদে আবারও উত্তেজনার সৃষ্টি হয়েছে তাবলিগ জামাতের সাদপন্থী ও জুবায়েরপন্থীদের মধ্যে। শুক্রবার সকাল ৮টার দিকে সাদপন্থীরা পূর্বঘোষিত সময় অনুযায়ী মসজিদে প্রবেশ করে অবস্থান নেন। এর আগে থেকে মসজিদের চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

গত সাত বছর ধরে প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী জুবায়েরপন্থীরা কাকরাইল মসজিদে ৪ সপ্তাহ এবং সাদপন্থীরা ২ সপ্তাহ পর্যায়ক্রমে কার্যক্রম পরিচালনা করছেন। তবে সাদপন্থীরা এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছেন। সম্প্রতি সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, ৫৮তম বিশ্ব ইজতেমা দুটি পর্বে হবে—৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

অন্যদিকে, জুবায়েরপন্থী ওলামা মাশায়েখ বাংলাদেশ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এক সম্মেলনে ইজতেমা একবারই করার দাবি জানান এবং কাকরাইল মসজিদে ১৫ নভেম্বর থেকে অবস্থান নেওয়ার ঘোষণা দেন, যা উত্তেজনার কারণ হয়ে ওঠে। পরে জাতীয় প্রেস ক্লাবে জুবায়েরপন্থীরা সংবাদ সম্মেলনে ঘোষণা দেন যে, কাকরাইলে সাদপন্থীদের কোনো সুযোগ দিলে ২৪ ঘণ্টার নোটিশে ঢাকা অচল করে দেওয়া হবে।

সাদপন্থীরাও পাল্টা সংবাদ সম্মেলন করে জানান, কাকরাইল মসজিদে আলাদা কার্যক্রম চালানোর মাধ্যমে উভয় পক্ষ শান্তিপূর্ণ অবস্থানে থাকতে পারেন। সরকারী সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের মতো আলাদা আলাদা কার্যক্রম চালালে সংঘাত এড়ানো সম্ভব বলে তারা মনে করেন।

এরপর বুধবার রাতে ওলামা মাশায়েখ বাংলাদেশ এক জরুরি বিবৃতিতে জানায় যে, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত হয় যে, ২০২৫ সালের এপ্রিল মাসে তাবলিগের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বৃহত্তর স্বার্থে আগামী এপ্রিল পর্যন্ত পূর্বের নিয়ম মেনে চলার জন্য ওলামা মাশায়েখ বাংলাদেশ এবং কাকরাইল মসজিদের পক্ষ থেকে সম্মতি জানানো হয়।

repoter