
ছবি: ছবি: সংগৃহীত
শহরের নতুন বাজার মোড়ে বাংলাদেশের জনপ্রিয় পোশাক ব্র্যান্ড ‘মাইক্লো’ এর ১৪ তম আউটলেট উদ্বোধন করেছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শনিবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নতুন শোরুমের উদ্বোধন এক বিশেষ উপলক্ষ হিসেবে উপস্থিত ছিলো, যেখানে মাইক্লো বাংলাদেশ তাদের যাত্রার এক নতুন মাইলফলক স্পর্শ করেছে। মাত্র এক বছরের মধ্যে ১৩টি শোরুম খুলে ব্র্যান্ডটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে তাহসান খান বলেন, “‘মাইক্লো’ বাংলাদেশে এমন পোশাক তৈরি করছে যা মানসম্মত ও রুচিশীল। আমি বিশ্বাস করি, তাদের এই মান বজায় রাখার প্রতিশ্রুতি সাফল্যের দিকে নিয়ে যাবে।” তাসনিয়া ফারিণও মাইক্লোর প্রশংসা করে বলেন, “মাইক্লো সাশ্রয়ী এবং মানসম্মত পোশাক তৈরি করছে। আমি আশা করি, তারা ভবিষ্যতেও কোয়ালিটি নিয়ে আপোষ করবে না। মাইক্লোর জন্য আমার শুভকামনা।”
মাইক্লোর পরিচালক (ক্রিয়েটিভ ডিজাইন ইনোভেশন অ্যান্ড মার্কেটিং) বাবু আরিফ অনুষ্ঠানে উপস্থিত থেকে জানান, "মাইক্লো জাপানি লাইফস্টাইল থেকে অনুপ্রাণিত একটি পোশাক ব্র্যান্ড, যা টেকসই এবং গুণগত মানের নিশ্চয়তা দেয়। আমি বিশ্বাস করি, এটি দৈনন্দিন জীবনের পোশাক হিসেবে জনপ্রিয় হয়ে উঠবে এবং ফ্যাশনে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়াবে।”
এদিকে, মাইক্লোর পরিচালক (মার্চেন্ডাইজিং, সেলস, হিউম্যান রিসোর্স ও স্টোর অপারেশন) এ এইচ এম আরিফুল কবির আন্তর্জাতিক মানের বিক্রয় সেবা প্রদান করার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, “প্রাথমিকভাবে বাংলাদেশের বাজারকে টার্গেট করে মাইক্লো যাত্রা শুরু করেছে। তবে আমাদের লক্ষ্য ভবিষ্যতে বাংলাদেশের বাজারে একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে মাইক্লোকে প্রতিষ্ঠিত করা।”
মাইক্লোর অপারেশন উপদেষ্টা কাজী মোহাম্মদ আরিফুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, "মাইক্লো বাংলাদেশ মানসম্মত, টেকসই এবং সাশ্রয়ী মূল্যের পোশাক তৈরি করছে। ময়মনসিংহে আমাদের ১৪ তম শোরুম উদ্বোধন করে আমরা নতুন একটি অধ্যায় শুরু করলাম। আমরা বিশ্বাস করি, আমাদের পোশাক শুধু আরামদায়ক নয়, পরিবেশ-বান্ধবও।"
উল্লেখ্য, শোরুম উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য সপ্তাহব্যাপী আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি সব পণ্যের ওপর বিশেষ মূল্যছাড়ও দেওয়া হচ্ছে। ভবিষ্যতে আরও শাখা চালু করার পরিকল্পনা রয়েছে মাইক্লোর, যাতে তাদের সেবা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছানো যায়।
repoter