ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ১২:৪৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

আন্তর্জাতিক মডেলিংয়ে সিফাত নুসরাতের নতুন যাত্রা

repoter

প্রকাশিত: ০৯:২৮:১৩অপরাহ্ন , ১৬ নভেম্বর ২০২৪

আপডেট: ০৯:২৮:১৩অপরাহ্ন , ১৬ নভেম্বর ২০২৪

সংগৃহীত ছবি

ছবি: সংগৃহীত ছবি

বাংলাদেশি মডেল সিফাত নুসরাত আন্তর্জাতিক শোবিজ জগতে তার যাত্রা শুরু করেছেন। দেশে ব্রাইডাল মডেল হিসেবে বেশ খ্যাতি অর্জন করার পর, এখন তিনি আন্তর্জাতিক পর্যায়ে মডেলিংয়ের দুনিয়ায় নিজের স্থান তৈরি করেছেন। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন বিভিন্ন প্রোডাক্ট মডেলিং এবং অন্যান্য শো বিজনেস কাজ নিয়ে।

সিফাত নুসরাত জানান, "আমি বাংলাদেশে একটানা তিন বছর ব্রাইডাল মডেল হিসেবে কাজ করেছি এবং এই সময়েই অনেক খ্যাতি অর্জন করেছি। এই সময়ে বিভিন্ন ব্রাইডাল ওয়ার্কশপে আমাকে মডেল হিসেবে ডাকা হতে থাকে। ফরিদপুরে অনুষ্ঠিত এক ওয়ার্কশপে মেকআপ আর্টিস্ট আকলিমা বেগম আমাকে তার মডেল হিসেবে নেন। সেখানেই আমার ক্যারিয়ারে নতুন এক দিগন্ত খুলে যায়, যখন কারমা ইন্টারন্যাশনালের কর্ণধার অঞ্জনা রয় আমাকে কলকাতায় একটি ওয়ার্কশপে মডেল হিসেবে আমন্ত্রণ জানান।"

আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে সিফাত বলেন, "কলকাতার কারমা ইন্টারন্যাশনালের ওয়ার্কশপে বিভিন্ন ব্র্যান্ডের মালিকেরা উপস্থিত ছিলেন। তারা আমাকে দেখে সরাসরি অঞ্জনা রয়ের সঙ্গে কথা বলে এবং তার মাধ্যমে আমি আফলাইজা, রিকোডসহ আরও কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করার সুযোগ পাই।"

জাতীয় ও আন্তর্জাতিক মডেলিংয়ের মধ্যে পার্থক্য তুলে ধরে তিনি বলেন, "আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে গিয়ে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করেছি। সেখানে তারা আমাকে এক বাংলাদেশি মডেল হিসেবে যথেষ্ট সম্মান দেখিয়েছে, যা আমাকে আরও কাজ করার উৎসাহ দেয়।"

সিফাত নুসরাত জানান, "কারমা ইন্টারন্যাশনালের সঙ্গে আমি তিন বছরের চুক্তি করেছি। তারা আমার কাজের প্রতি সিরিয়াসনেস দেখে আমার উপর বিশ্বাস রেখেছে। আমি একজন মডেল হিসেবে আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত ছিলাম এবং তারা আমাকে সেই সুযোগ দিয়েছে।"

অভিনয়ের প্রসঙ্গে সিফাত আরও বলেন, "আমি সিনেমায় নায়িকা হওয়ার চেয়ে একজন অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি মনে করি, অভিনয় শিখতে আরও সময় এবং প্রচেষ্টা দরকার। ভবিষ্যতে আমি আরও পরিশ্রম করতে চাই এবং নিজেকে আরও উন্নত করতে চাই।"

repoter