ছবি: সংগৃহীত ছবি
বাংলাদেশি মডেল সিফাত নুসরাত আন্তর্জাতিক শোবিজ জগতে তার যাত্রা শুরু করেছেন। দেশে ব্রাইডাল মডেল হিসেবে বেশ খ্যাতি অর্জন করার পর, এখন তিনি আন্তর্জাতিক পর্যায়ে মডেলিংয়ের দুনিয়ায় নিজের স্থান তৈরি করেছেন। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন বিভিন্ন প্রোডাক্ট মডেলিং এবং অন্যান্য শো বিজনেস কাজ নিয়ে।
সিফাত নুসরাত জানান, "আমি বাংলাদেশে একটানা তিন বছর ব্রাইডাল মডেল হিসেবে কাজ করেছি এবং এই সময়েই অনেক খ্যাতি অর্জন করেছি। এই সময়ে বিভিন্ন ব্রাইডাল ওয়ার্কশপে আমাকে মডেল হিসেবে ডাকা হতে থাকে। ফরিদপুরে অনুষ্ঠিত এক ওয়ার্কশপে মেকআপ আর্টিস্ট আকলিমা বেগম আমাকে তার মডেল হিসেবে নেন। সেখানেই আমার ক্যারিয়ারে নতুন এক দিগন্ত খুলে যায়, যখন কারমা ইন্টারন্যাশনালের কর্ণধার অঞ্জনা রয় আমাকে কলকাতায় একটি ওয়ার্কশপে মডেল হিসেবে আমন্ত্রণ জানান।"
আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে সিফাত বলেন, "কলকাতার কারমা ইন্টারন্যাশনালের ওয়ার্কশপে বিভিন্ন ব্র্যান্ডের মালিকেরা উপস্থিত ছিলেন। তারা আমাকে দেখে সরাসরি অঞ্জনা রয়ের সঙ্গে কথা বলে এবং তার মাধ্যমে আমি আফলাইজা, রিকোডসহ আরও কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করার সুযোগ পাই।"
জাতীয় ও আন্তর্জাতিক মডেলিংয়ের মধ্যে পার্থক্য তুলে ধরে তিনি বলেন, "আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে গিয়ে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করেছি। সেখানে তারা আমাকে এক বাংলাদেশি মডেল হিসেবে যথেষ্ট সম্মান দেখিয়েছে, যা আমাকে আরও কাজ করার উৎসাহ দেয়।"
সিফাত নুসরাত জানান, "কারমা ইন্টারন্যাশনালের সঙ্গে আমি তিন বছরের চুক্তি করেছি। তারা আমার কাজের প্রতি সিরিয়াসনেস দেখে আমার উপর বিশ্বাস রেখেছে। আমি একজন মডেল হিসেবে আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত ছিলাম এবং তারা আমাকে সেই সুযোগ দিয়েছে।"
অভিনয়ের প্রসঙ্গে সিফাত আরও বলেন, "আমি সিনেমায় নায়িকা হওয়ার চেয়ে একজন অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি মনে করি, অভিনয় শিখতে আরও সময় এবং প্রচেষ্টা দরকার। ভবিষ্যতে আমি আরও পরিশ্রম করতে চাই এবং নিজেকে আরও উন্নত করতে চাই।"
repoter