ছবি: বায়ু দূষণের কারণে রাস্তায় বের হলে চোখে জ্বালাপোড়া ও গলা জ্বলছে মানুষের
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে ভয়াবহ বায়ু দূষণ মহাকাশ থেকেও দৃশ্যমান। সোমবার লাহোরের বায়ুর মান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ১২০০-এর ওপরে ছিল, যা নজিরবিহীন। এর ফলে বায়ু দূষণজনিত অসুস্থতায় প্রায় ৯০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, এবং চিকিৎসা নিতে হয়েছে হাজার হাজার মানুষকে। বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে লাহোরসহ আশপাশের এলাকাগুলো, যা সাধারণ মানুষের জীবনযাত্রা বিষময় করে তুলেছে। রাস্তায় বের হলে চোখ ও গলায় তীব্র জ্বালাপোড়া অনুভূত হচ্ছে।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, নাসা ওয়ার্ল্ড ভিউয়ের স্যাটেলাইট চিত্রে লাহোর ও মুলতান শহরের উপরিভাগে ঘন বিষাক্ত কুয়াশা ও ধোঁয়ার স্তর স্পষ্টভাবে দেখা গেছে। লাহোরের কর্মকর্তারা এবারের দূষণ পরিস্থিতিকে পূর্বের তুলনায় অনেক বেশি বিপর্যয়কর এবং নজিরবিহীন বলে অভিহিত করেছেন।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সোমবার লাহোরের এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ছিল ১২০০-এর ওপরে, যা আজ মঙ্গলবার কিছুটা কমে ৭১০-এ দাঁড়িয়েছে। বায়ুদূষণ রোধে লাহোর ও পাঞ্জাবের অন্যান্য শহরে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
এপির প্রতিবেদন অনুসারে, বিষাক্ত ধোঁয়ার কারণে শ্বাসকষ্টজনিত অসুস্থতায় পাঞ্জাব প্রদেশের হাসপাতালগুলোতে রোগীর ঢল নেমেছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এই বিষাক্ত বায়ুর প্রভাবে ৩০ হাজারেরও বেশি মানুষ শ্বাসজনিত সমস্যায় চিকিৎসা নিয়েছেন। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের শ্বাসকষ্ট, হাঁপানি ও হৃদরোগের মতো সমস্যাগুলো প্রকট আকার ধারণ করেছে।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, দূষণের কবলে পড়া এলাকায় ৫ বছরের নিচে ১১ মিলিয়নেরও বেশি শিশু ক্ষতির সম্মুখীন। বায়ুর মান সূচকে ৩০০-এর বেশি স্কোরকে ‘বিপজ্জনক’ ধরা হয়। সুতরাং, লাহোরের বর্তমান পরিস্থিতিকে ঐতিহাসিক এবং অতি বিপজ্জনক বলে মনে করা হচ্ছে।
repoter