ঢাকা,   বুধবার
৪ ডিসেম্বর ২০২৪ , ০২:৪৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিপিএল থিম সংয়ের কিছু লাইন লিখেছেন ড. ইউনূস * ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে একচুলও ছাড় নয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তীব্র প্রতিবাদ * দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি * জাতীয় ঐক্যের আহ্বান জানাবেন ড. মুহাম্মদ ইউনূস * সন্ত্রাসী হামলার ঝুঁকিতে বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য * ডেঙ্গুতে চলতি বছরে মৃত্যু ৫০০ ছাড়াল * নিরাপত্তা ঝুঁকিতে আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন বন্ধ * সীমান্তে যেকোনো অপতৎপরতা রোধে সতর্ক বিজিবি * বাংলাদেশ-ভারতের সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ: হাইকমিশনার প্রণয় ভার্মা * বাবা-মেয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা, রাণীনগরে উদ্ধার মরদেহ

The Daily Bangla Barta

চৌধুরী নাফিস আনোয়ার

চৌধুরী নাফিস আনোয়ার , প্রধান সম্পাদক ও প্রকাশক,
জাতীয় দৈনিক বাংলার বার্তা 
ইমেইল: nafisanwar@dainikbangla.com
মোবাইল নম্বর:01711112197

সময়ের প্রয়োজনে মানুষকে বদলাতে হয়। সমাজ, সংসার এর মাঝেও পরিবর্তন আসে। পরিবর্তন আনতে হয় অনেক সময় কর্ম পদ্ধতির। সময়ের দাবীকে কোন ভাবেই অস্বীকার করার যো নেই কারও পক্ষে। সংবাদপত্র শিল্প ও এই সময়ের দাবীর বাইরে নয়, একটা সময় সংবাদপত্র যে কারিগরি শৈলীতে ছাপা হতো তা এখন অনেকখানিই পরিবর্তিত। রং-রূপ মেক-আপ-গেট-আপ সবকিছুতেই আধুনিকতার উজ্জ্বল আভা ছড়ানো। এরপর যদি ধরা যায় বিপনণ ব্যবস্থা সেখানেও বৈপ্লবিক পরিবর্তন। মনে আছে ছোট বেলাতে পিতার কর্মস্থল ময়মনসিংহ অথবা নানার বাড়ী বিভাগীয় শহর, শিক্ষানগরী রাজশাহীতে বেড়াতে গেলে পত্রিকা পাওয়া যেতো একদিন পারে। ভাবুন তো একবার আজ কি এটা কোনভাবেও সম্ভব, বর্তমানে এসে গেছে পত্রিকার অনলাইন সংস্কার, ওয়েব-সাইট, নিউজ পোর্টাল, ই-পেপারসহ আরো কত কি ? সব কিছুই সময়ের দাবী। মানুষ এখন অনেকবেশী সচেতন, সে শুধু টাটকা খাবার খাইতেই আগ্রহী নয়, আগ্রহী তড়িৎ বা তৎ নগদ ঘটে যাওয়া সংবাদ জানতে। ফলশ্রুতিতে ব্যাঙ্গের ছাতার মতো গজিয়ে উঠেছে একই নামে একাধিক বা শুধুই নাম সর্বস্ব নিউজ পোর্টাল। ডটকম, ডটনেট কেউই তাদের নামের থেকে বাদ পড়েনি। আর পড়বেই বা কেন এখানে তো দাপ্তরিক দায়-বদ্ধতা বা ডি.এফ.পির নিয়ন্ত্রণ নেই। ডি.এফ.পি’র কোন প্রকার অনুমোদন ব্যতিতই ডোমেইন হোস্টিং করে ঘরে বসেই একটা নিউজ বা মিডিয়া ব্যক্তিত্ব হয়ে পড়েছেন অনেকেই। ঢাকা শহর এ চলাচলকারী মটর সাইকেলগুলোর শতকরা নব্বই ভাগই কোন না কোন ডটকম অথবা ডটনেট স্টিকারে শোভিত, আসলে কাউকে বিষেদাগারে করার জন্য লেখা নয়, এটা একদিকে ভালো, মানুষ সংবাদ সচেতন হয়েছে। আসলে ব্যবহার এ কোন আপত্তি নেই। আপত্তি হচ্ছে অপব্যাবহার এ, বহুদিন ধরে আমার “দৈনিক বাংলার বার্তা”র অনেক সহকর্মী মুখ গোমড়া করে বসেছিল কেন বাংলার বার্তার একটি অনলাইন সংস্করণ বা ওয়েব সাইট হচ্ছে না। আসলেই সময় এর দাবীতো মানতেই হবে। বিপত্তিটা আসলো যখন ওয়েবসাইট তৈরীর ব্যাপারে মনস্থির করলাম দেখা গেল “বাংলার বার্তা” নামে ইতিমধ্যেই একাধিক ওয়েব সাইট বা নিউজ পোর্টাল ইথার এ ভেসে বেড়াচ্ছে, কেউ সৌদি থেকে তো কেউ যুক্তরাজ্য থেকে, কেউ কুষ্টিয়া থেকে, তো কেউ কুমিল্লা থেকে এ ওয়েব সাইটগুলো চালাচ্ছে। আমরা তাদের সাথে বা পথে নই। দৈনিক বাংলার বার্তা সরকারী ডিক্লিয়ারেশন প্রাপ্ত একটি পত্রিকা। অবশেষে “দৈনিক বাংলার বার্তা” পরিবার তার ঠিকানা: dainikbanglarbarta.com - এ তৈরি করলাম। সত্যিই সময়ের দাবীর কাছে আমরা কিছুটা । আরও আগেই আমাদের অনলাইন সংস্করণ করা উচিত ছিলো। যাই হোকে সেই দায়ভার একান্তই আমার। পাঠকদের ভালোবাসাতে সিক্ত হয়ে “দৈনিক বাংলার বার্তা” এগিয়ে যাবে এই কামনায় শেষ করলাম।