ঢাকা,  বৃহস্পতিবার
৫ ডিসেম্বর ২০২৪ , ১২:৫১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে লক্ষ্যমাত্রা: ৪-৫ শতাংশে নামানো হবে * কারামুক্ত হলেন সাবেক এসপি বাবুল আক্তার * জাতির অস্তিত্ব রক্ষায় ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টার * চীনকে হারিয়ে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস * ইমাম হোসেন তাঈম হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি গ্রেপ্তার * অদৃশ্য শক্তির বিরুদ্ধে ধৈর্যের সঙ্গে লড়াই করতে হবে: তারেক রহমান * বিপিএল থিম সংয়ের কিছু লাইন লিখেছেন ড. ইউনূস * ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে একচুলও ছাড় নয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তীব্র প্রতিবাদ * দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি * জাতীয় ঐক্যের আহ্বান জানাবেন ড. মুহাম্মদ ইউনূস

জ্বালানি সংকটের মধ্যেই জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে কলাপাড়ার নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র

repoter

প্রকাশিত: ০৮:৪৯:২৬অপরাহ্ন , ০৬ নভেম্বর ২০২৪

আপডেট: ০৮:৪৯:২৬অপরাহ্ন , ০৬ নভেম্বর ২০২৪

পটুয়াখালীর কলাপাড়ায় স্থাপিত আরএনপিএল-এর আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র

ছবি: পটুয়াখালীর কলাপাড়ায় স্থাপিত আরএনপিএল-এর আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র

১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির বিদ্যুৎ কেন্দ্র ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে প্রস্তুত; ব্যাকফিড পাওয়ারের অপেক্ষাদেশের চলমান জ্বালানি সংকটের মধ্যেও বিদ্যুৎ উৎপাদনে যুক্ত হতে যাচ্ছে পটুয়াখালীর কলাপাড়ায় স্থাপিত ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অনুমোদনের অপেক্ষায় থাকা এ কেন্দ্রটি ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে প্রস্তুত বলে জানা গেছে।

আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডের (আরএনপিএল) এ বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা পৌঁছাবে ৭ হাজার ৩১২ মেগাওয়াটে। তবে বিদ্যুৎ উৎপাদন চালু রাখতে এখনো বিদ্যুৎ বিভাগ থেকে ব্যাকফিড পাওয়ারের প্রয়োজন রয়েছে।

বর্তমানে দেশের বেশ কিছু বড় বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি সংকটের কারণে আংশিক বা পুরোপুরি বন্ধ রয়েছে। বিশেষ করে গ্যাসের সংকটের কারণে মেঘনাঘাটের প্রায় ২ হাজার মেগাওয়াট ক্ষমতার তিনটি বিদ্যুৎ কেন্দ্রও বন্ধ। এ অবস্থায় নতুন বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে সামগ্রিক উৎপাদন পরিস্থিতিতে একটি ইতিবাচক প্রভাব পড়তে পারে।

কয়লা সংকটের কারণে মাতারবাড়ী, বরিশাল এবং রামপালের মতো অন্যান্য কেন্দ্রগুলোও চাহিদামাফিক বিদ্যুৎ উৎপাদনে ব্যর্থ হচ্ছে। তবে, আরএনপিএল এর কেন্দ্রটি ইতোমধ্যে উৎপাদনের জন্য ১ লাখ ২৮ হাজার টন কয়লা মজুদ করেছে এবং দীর্ঘমেয়াদি কয়লা সরবরাহ নিশ্চিত করতে দরপত্র আহ্বানের প্রস্তুতি নিচ্ছে।

এদিকে, বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদনে বিলম্ব হলে বিপিডিবির জন্য বিল পরিশোধের ব্যয়ও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে, আরএনপিএল বলছে, সব প্রস্তুতি সম্পন্ন এবং ব্যাকফিড পাওয়ার পেলে তারা যে কোনো সময় উৎপাদন শুরু করতে প্রস্তুত।

repoter