ঢাকা,  মঙ্গলবার
১ জুলাই ২০২৫ , ০৭:৩৯ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই বিপ্লবে নিহত শ্রমিকদের তালিকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর কাছে হস্তান্তর * আন্দোলনের মধ্যেও এনবিআরের রাজস্ব আদায় ৪ দিনে ৭ হাজার ৯২২ কোটি টাকা * তুহিন হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর রিমান্ড শুনানি পিছিয়ে ৭ জুলাই * চট্টগ্রামে করোনার নতুন ঢেউ: ২৪ ঘণ্টায় ১০ জন আক্রান্ত, জুনে শনাক্ত ১৪৫ * তীব্র গরমে পুড়ছে ইউরোপ: দাবানলের ঝুঁকি, বন্ধ হচ্ছে স্কুল, বাড়ছে হিটস্ট্রোকের ঘটনা * অস্ত্রের ম্যাগাজিন বিমানবন্দরে: আসিফ মাহমুদের লাইসেন্স পাওয়ার বিষয়ে জানেন না স্বরাষ্ট্র উপদেষ্টা * পারিবারিক নিরাপত্তায় লাইসেন্সধারী অস্ত্র রাখার যৌক্তিকতা তুলে ধরলেন যুব উপদেষ্টা আসিফ মাহমুদ * চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি * রেমিট্যান্স প্রবাহে চমকপ্রদ অগ্রগতি: জুন মাসে ২.৫৪ বিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা * আইসিসি মুট কোর্ট প্রতিযোগিতায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গৌরবময় অর্জন

তীব্র গরমে পুড়ছে ইউরোপ: দাবানলের ঝুঁকি, বন্ধ হচ্ছে স্কুল, বাড়ছে হিটস্ট্রোকের ঘটনা

repoter

প্রকাশিত: ০৭:১০:০২অপরাহ্ন , ৩০ জুন ২০২৫

আপডেট: ০৭:১০:০২অপরাহ্ন , ৩০ জুন ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

দক্ষিণ ও পূর্ব ইউরোপজুড়ে নজিরবিহীন তাপপ্রবাহ, ফ্রান্স, স্পেন, তুরস্কসহ বহু দেশে দাবানল; জরুরি চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার


ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ ও দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে বহু দেশ। তুরস্ক, ফ্রান্স, স্পেন, ইতালি, পর্তুগাল, জার্মানি, যুক্তরাজ্য ও বলকান অঞ্চলজুড়ে রেকর্ড তাপমাত্রা ও আগুনের ঝুঁকি দেখা দিয়েছে। একাধিক দেশে উচ্চতর সতর্কতা জারি করা হয়েছে এবং জরুরি চিকিৎসা ও দমকল বিভাগকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে বলা হয়েছে।

ফ্রান্সে এরইমধ্যে ৯৬টি অঞ্চলের মধ্যে ৮৪টিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দেশটির জলবায়ু মন্ত্রী অ্যাগনেস প্যানিয়ের-রুনাচার এ পরিস্থিতিকে “নজিরবিহীন” বলে আখ্যায়িত করেছেন।

স্পেন ও পর্তুগালেও তাপমাত্রা আশঙ্কাজনক হারে বেড়েছে। স্পেনের আন্দালুসিয়ার হুয়েলভা প্রদেশের এল গ্রানাডোতে শনিবার বিকেলে ৪৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশটিতে জুন মাসে রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রার একটি। আগের রেকর্ড ছিল ১৯৬৫ সালে সেভিলেতে—৪৫.২ ডিগ্রি সেলসিয়াস।

স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থা AEMET জানিয়েছে, দেশটি রেকর্ড উষ্ণতম জুনের মুখোমুখি হতে যাচ্ছে। সংস্থার মুখপাত্র রুবেন দেল ক্যাম্পো সতর্ক করে বলেন, "আগামী কয়েকদিন, অন্তত বৃহস্পতিবার পর্যন্ত, স্পেনের বেশিরভাগ এলাকায় তীব্র তাপদাহ অব্যাহত থাকবে।"

তাপপ্রবাহের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে দাবানলের ভয়াবহতা বাড়ছে। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অড ডিপার্টমেন্টে দাবানলে ৪০০ হেক্টরেরও বেশি বনভূমি পুড়ে গেছে। দমকল বিভাগ জানায়, এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। রবিবার দক্ষিণাঞ্চলের করবিয়েরেস পার্বত্য এলাকায় একাধিক দাবানলের ঘটনা ঘটেছে। ফলে স্থানীয় মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং কিছু মোটরওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

তুরস্কেও দাবানল ভয়াবহ আকার ধারণ করছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশে দ্বিতীয় দিনের মতো আগুন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি। তিনি জানান, প্রবল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটছে।

ফ্রান্সজুড়ে তাপপ্রবাহের কারণে অন্তত ২০০টি স্কুল সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ রাখা হয়েছে। দেশটির শিক্ষামন্ত্রী এলিজাবেথ বর্ন জানিয়েছেন, “ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক প্রশাসনের সঙ্গে কাজ চলছে, যাতে বাবা-মায়েরা প্রয়োজনে সন্তানদের বাড়িতে রাখতে পারেন।”

ইতালির রোম, মিলান ও ভেনিসসহ ২১টি শহরে সর্বোচ্চ তাপ সতর্কতা জারি করা হয়েছে। ইতালিয়ান সোসাইটি অব ইমার্জেন্সি মেডিসিন-এর সহসভাপতি মারিও গুয়ারিনো বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, দেশের হাসপাতালগুলোর জরুরি বিভাগে হিটস্ট্রোক আক্রান্ত রোগীর সংখ্যা ১০ শতাংশ বেড়েছে।

যুক্তরাজ্যের কিছু এলাকাও জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রা প্রত্যক্ষ করেছে। ইংল্যান্ডের কিছু স্থানে তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে বলে সতর্কতা জারি হয়েছে। পর্তুগালের রাজধানী লিসবনসহ সাতটি অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা কার্যকর রয়েছে।

জার্মান আবহাওয়া বিভাগ জানিয়েছে, মঙ্গলবার ও বুধবার দেশটিতে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। বলকান অঞ্চলেও তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করেছে। ক্রোয়েশিয়ার উপকূলীয় অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে এবং সেখানেও তাপ সতর্কতা জারি করা হয়েছে।

গ্রিসে বিগত কয়েকদিন ধরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। রাজধানী এথেন্সের আশপাশের উপকূলীয় শহরগুলোতে দাবানলে বহু ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

সার্বিয়ায় বুধবার রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, আর বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে বৃহস্পতিবার তাপমাত্রা ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। স্লোভেনিয়াতেও জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। উত্তর মেসিডোনিয়ার রাজধানী স্কোপিয়েতে শুক্রবার তাপমাত্রা পৌঁছায় ৪২ ডিগ্রি সেলসিয়াসে।

তীব্র গরম ও দাবানলের এই প্রাকৃতিক বিপর্যয়ে ইউরোপজুড়ে মানুষের স্বাস্থ্য, পরিবেশ এবং জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিভিন্ন দেশে সরকারের পক্ষ থেকে নাগরিকদের যতটা সম্ভব ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষ করে শিশু ও বয়স্কদের বাইরে বের না হওয়ার পরামর্শ জারি রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবেই ইউরোপে এমন নজিরবিহীন তাপদাহ ও দাবানল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী বছরগুলোতে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

repoter