
ছবি: ছবি: সংগৃহীত
আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা জটিল ও অপ্রয়োগযোগ্য মন্তব্য করে বিএনপি নেতা বলেন, জাতীয় নির্বাচন নিয়ে এগোচ্ছে বিএনপি, স্থানীয় নির্বাচনের সময় এখন নয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের বাস্তবতায় আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজন সম্ভব নয়। তিনি মনে করেন, এটি একটি অত্যন্ত জটিল ও বিভ্রান্তিকর প্রক্রিয়া যা দেশের রাজনৈতিক কাঠামোর সঙ্গে খাপ খায় না।
শনিবার (২৮ জুন) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত 'যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান জিয়াউর রহমান' শীর্ষক স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, “যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন, তাদের উদ্দেশ্য সুস্পষ্ট নয়। আমাদের কাছে মনে হয় তারা মূলত নির্বাচন বিলম্বিত করতে অথবা পুরো প্রক্রিয়াটিকেই প্রশ্নবিদ্ধ করতে চায়।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে প্রচলিত সংসদীয় গণতন্ত্রের কাঠামোয় প্রত্যক্ষ ভোটে বিজয়ীদের সংসদে প্রতিনিধিত্বের বিষয়টি সুশৃঙ্খলভাবে চলে আসছে। পিআর পদ্ধতির মাধ্যমে সেটি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ এতে জনমতের সঠিক প্রতিফলন না-ও ঘটতে পারে।”
এই বিএনপি নেতা জানান, দলটি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। সে প্রেক্ষাপটে তিনি বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনকে অযৌক্তিক ও বিভ্রান্তিকর মনে করেন। তার মতে, “এখন জাতীয় নির্বাচনই মুখ্য। স্থানীয় নির্বাচন নয়।”
তিনি বলেন, “সরকারের উচিত দ্রুত জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা। যাতে করে রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিতে পারে। এই বিলম্ব অনিচ্ছাকৃত হলে তা রাজনৈতিক পরিবেশকে আরও ঘোলাটে করবে।”
আলোচনার এক পর্যায়ে সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, “সবাইকে একটি নির্দিষ্ট জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে — এমন মনোভাব অব্যাহত থাকলে ঐকমত্য কখনোই সম্ভব নয়। ঐকমত্য গঠন একটি সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া।”
তিনি সংস্কার প্রসঙ্গে বলেন, “সংস্কার কোনো বাইবেল নয় যে পরিবর্তন করা যাবে না। এটি সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা একটি চলমান প্রক্রিয়া। গণতন্ত্রের বিকাশে সংস্কার প্রয়োজন, তবে সেটি চাপিয়ে দিলে তা ফলপ্রসূ হয় না।”
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান ও মুক্তিযুদ্ধকালীন ভূমিকা তুলে ধরতে আয়োজিত এই প্রকাশনা অনুষ্ঠানে বিএনপি নেতা তার দলীয় অবস্থান স্পষ্ট করেন।
সংক্ষেপে, বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, তারা বর্তমান প্রথার ভিত্তিতে একটি অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন চায়। পিআর পদ্ধতির মতো পরীক্ষামূলক প্রক্রিয়ায় না গিয়ে তারা বিদ্যমান কাঠামোয় গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে আগ্রহী।
repoter