ঢাকা,  মঙ্গলবার
১ জুলাই ২০২৫ , ০৮:০২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই বিপ্লবে নিহত শ্রমিকদের তালিকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর কাছে হস্তান্তর * আন্দোলনের মধ্যেও এনবিআরের রাজস্ব আদায় ৪ দিনে ৭ হাজার ৯২২ কোটি টাকা * তুহিন হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর রিমান্ড শুনানি পিছিয়ে ৭ জুলাই * চট্টগ্রামে করোনার নতুন ঢেউ: ২৪ ঘণ্টায় ১০ জন আক্রান্ত, জুনে শনাক্ত ১৪৫ * তীব্র গরমে পুড়ছে ইউরোপ: দাবানলের ঝুঁকি, বন্ধ হচ্ছে স্কুল, বাড়ছে হিটস্ট্রোকের ঘটনা * অস্ত্রের ম্যাগাজিন বিমানবন্দরে: আসিফ মাহমুদের লাইসেন্স পাওয়ার বিষয়ে জানেন না স্বরাষ্ট্র উপদেষ্টা * পারিবারিক নিরাপত্তায় লাইসেন্সধারী অস্ত্র রাখার যৌক্তিকতা তুলে ধরলেন যুব উপদেষ্টা আসিফ মাহমুদ * চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি * রেমিট্যান্স প্রবাহে চমকপ্রদ অগ্রগতি: জুন মাসে ২.৫৪ বিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা * আইসিসি মুট কোর্ট প্রতিযোগিতায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গৌরবময় অর্জন

আইসিসি মুট কোর্ট প্রতিযোগিতায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গৌরবময় অর্জন

repoter

প্রকাশিত: ০৯:৪৪:৩৭অপরাহ্ন , ২৯ জুন ২০২৫

আপডেট: ০৯:৪৪:৩৭অপরাহ্ন , ২৯ জুন ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

‘আইবিএ স্পিরিট অফ দ্য কম্পিটিশন’ পুরস্কার জয় করে বাংলাদেশের আইনশিক্ষায় নতুন মাইলফলক স্থাপন করল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অনুষ্ঠিত আইসিসি মুট কোর্ট কম্পিটিশন (ICCMCC) -এ অংশগ্রহণ করে বাংলাদেশের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ‘আইবিএ স্পিরিট অফ দ্য কম্পিটিশন’ পুরস্কার অর্জন করেছে। এ বছর প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধিত্ব করেছে প্রতিষ্ঠানটি।

গত ১১ জুন থেকে ১৮ জুন ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় বিশ্বের ৪৫টি দেশের ৮৮টি বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষার্থীদের মুট কোর্ট দল। আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) আদলে গঠিত কোর্টরুমে তারা আন্তর্জাতিক অপরাধ, মানবাধিকার ও বিচারবিষয়ক তর্ক-বিতর্কে অংশগ্রহণ করে।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির চার সদস্যবিশিষ্ট টিমে ছিলেন সৈয়দ মাহিন, মাহবুবুর রহমান সোহাগ, সোনালী রাজবংশী ও দীপান্বিতা চাকমা। দলটির কোচ ছিলেন আইন ও বিচার বিভাগের প্রভাষক সাল সাবিল চৌধুরী এবং সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মো. রাফি ইবনে মাসুদ।

উল্লেখ্য, আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশন (IBA) এই বছর প্রথমবারের মতো ‘স্পিরিট অফ দ্য কম্পিটিশন’ পুরস্কার প্রবর্তন করে, যা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের নৈতিকতা, পেশাগত মানসিকতা, সহনশীলতা ও ইতিবাচক অংশগ্রহণের জন্য প্রদান করা হয়।

এই অর্জনকে ঘিরে ২৯ জুন ২০২৫ সকাল ১১টায় রাজধানীর হোটেল লা ভিঞ্চির মোনালিসা হলে আয়োজিত হয় “মিট দ্য প্রেস” শীর্ষক সংবাদ সম্মেলন।

অনুষ্ঠানে বিভাগের প্রধান মো. দিদারুল ইসলাম ভূঁইয়া বলেন, “আমাদের শিক্ষার্থীদের এই অর্জন শুধু তাদের ব্যক্তিগত গৌরব নয়, বরং বাংলাদেশের আইন শিক্ষার জন্য এক ঐতিহাসিক মাইলফলক। এটি প্রমাণ করে, দেশের মেধাবী তরুণরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেওয়ার সামর্থ্য রাখে।”

দলটির কোচ সাল সাবিল চৌধুরী জানান, “প্রতিযোগিতার নানা চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতার মাঝেও আমাদের দল ধৈর্য, অধ্যবসায় ও নিষ্ঠার পরিচয় দিয়েছে। তাদের মানসিক দৃঢ়তা এবং শিখার আগ্রহই এই অর্জনের মূল উৎস।”

স্কুল অব ল’র ডিন মো. আজহারুল ইসলাম বলেন, “আমাদের শিক্ষার্থীরা প্রমাণ করেছে, আইনের মতো জটিল বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন সম্ভব। এ অর্জন ভবিষ্যতের আইন শিক্ষার্থীদের জন্য একটি প্রেরণাদায়ক উদাহরণ হয়ে থাকবে।”

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশন (IBA) ও লেইডেন বিশ্ববিদ্যালয়ের প্রতি, যারা এই প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

উল্লেখ্য, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগ ইউজিসি অনুমোদনপ্রাপ্ত হয়ে সামার ২০২৪ সেমিস্টার থেকে শিক্ষা কার্যক্রম শুরু করে। বিভাগটি ৪ বছর মেয়াদি এলএল.বি (সম্মান) এবং এক ও দুই বছর মেয়াদি এলএল.এম প্রোগ্রামে পাঠদান করে থাকে।

বর্তমানে বিভাগে ১১৯ জন শিক্ষার্থী এলএল.বি ও ৬৯ জন শিক্ষার্থী এলএল.এম প্রোগ্রামে অধ্যয়নরত। বিভাগটির সকল শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে ডিগ্রি অর্জন করেছেন। বিভাগের প্রধান মো. দিদারুল ইসলাম ভূঁইয়া এবং ডিন মো. আজহারুল ইসলাম উভয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএল.বি ও এলএল.এম ডিগ্রি অর্জন করেছেন।

এতো অল্প সময়েই আন্তর্জাতিক অঙ্গনে এমন একটি সফলতা অর্জন করায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে গর্ব ও আত্মবিশ্বাস জন্মেছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে সাফল্যের প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগ।

repoter