
ছবি: ছবি: সংগৃহীত
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। এর আগে তিনি টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন, বাকি ছিল শুধু ওয়ানডে। এবার সেখান থেকেও বিদায় নিলেন তিনি।
মাহমুদউল্লাহ তার পোস্টে লিখেছেন, ‘সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে সবসময় সমর্থন করেছেন।’
তিনি আরও লিখেছেন, ‘আমার বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, বিশেষ করে আমার শ্বশুর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার ভাই এমদাদ উল্লাহকে অনেক ধন্যবাদ, যিনি ছোটবেলা থেকেই আমার কোচ এবং পরামর্শদাতা হিসেবে আমার পাশে থেকেছেন। এবং পরিশেষে আমার স্ত্রী এবং সন্তানদের ধন্যবাদ, যারা কঠিন সময়ে আমার পাশে থেকেছেন। আমি জানি লাল-সবুজ জার্সিতে রাইদ আমাকে মিস করবে।’
পোস্টের শেষে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না। তবে 'হ্যাঁ' বলতে হয় এবং সামনে এগিয়ে যেতে হয়। শান্তি..... আলহামদুলিল্লাহ। আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা।’
২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্ট খেলে লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মাহমুদউল্লাহ। এরপর ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে সিরিজ শেষে টি–টোয়েন্টি থেকে আনুষ্ঠানিক বিদায় নেন। শুধু ওয়ানডেতেই খেলে যাচ্ছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে তার পারফর্মেন্স দলকে স্বস্তি দিতে পারেনি। সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে বাজে পারফর্মেন্সের জন্য তিনি সমালোচিত হন।
মাহমুদউল্লাহ এখন আন্তর্জাতিক ক্রিকেটে অতীত। জাতীয় দলের হয়ে ২৩৯ ওয়ানডে খেলে ৩৬.৪৬ গড় আর ৭৭.৬৪ স্ট্রাইকরেটে ৫ হাজার ৬৮৯ রান করেছেন এই লোয়ার অর্ডার ব্যাটার। এই ফরম্যাটে তার সেঞ্চুরি ৪টি, ফিফটি ৩২টি, সর্বোচ্চ অপরাজিত ১২৮। বল হাতে এই ফরম্যাটে ৮২টি উইকেটও নিয়েছেন মাহমুদউল্লাহ। ৪ রানে ৩ উইকেট তার সেরা বোলিং ফিগার।
এছাড়া ৫০ টেস্টের ৯৪ ইনিংসে ৩৩.৪৯ গড়ে ২ হাজার ৯১৪ রান করেছেন। সর্বোচ্চ অপরাজিত ১৫০ রান। এই ফরম্যাটে ৫টি সেঞ্চুরির পাশে ১৬টি ফিফটি আছে তার। টি-টোয়েন্টিতে ১৪১ ম্যাচের ১৩০ ইনিংসে ২৩.৫০ গড়ে করেছেন ২ হাজার ৪৪৪ রান। এই ফরম্যাটে তার ৮টি ফিফটি আছে, সর্বোচ্চ স্কোর অপরাজিত ৬৪।
মাহমুদউল্লাহর এই বিদায় বাংলাদেশ ক্রিকেটের জন্য এক যুগের সমাপ্তি। তার অবদান ও স্মৃতি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে চিরকাল অম্লান থাকবে।
repoter