ঢাকা,  বৃহস্পতিবার
৫ ডিসেম্বর ২০২৪ , ১২:৫৯ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে লক্ষ্যমাত্রা: ৪-৫ শতাংশে নামানো হবে * কারামুক্ত হলেন সাবেক এসপি বাবুল আক্তার * জাতির অস্তিত্ব রক্ষায় ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টার * চীনকে হারিয়ে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস * ইমাম হোসেন তাঈম হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি গ্রেপ্তার * অদৃশ্য শক্তির বিরুদ্ধে ধৈর্যের সঙ্গে লড়াই করতে হবে: তারেক রহমান * বিপিএল থিম সংয়ের কিছু লাইন লিখেছেন ড. ইউনূস * ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে একচুলও ছাড় নয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তীব্র প্রতিবাদ * দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি * জাতীয় ঐক্যের আহ্বান জানাবেন ড. মুহাম্মদ ইউনূস

সৌদি আরবে ফ্যাশন শো ঘিরে বিতর্ক: ইসলামের পবিত্রতা নিয়ে প্রশ্ন তুলছেন সমালোচকরা

repoter

প্রকাশিত: ০৭:০৭:৫৬অপরাহ্ন , ২১ নভেম্বর ২০২৪

আপডেট: ০৭:০৭:৫৬অপরাহ্ন , ২১ নভেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

সৌদি আরবে অনুষ্ঠিত একটি ফ্যাশন শো নিয়ে দেশ-বিদেশে তীব্র বিতর্ক চলছে। ‘রিয়াদ সিজন ২০২৪’-এর অংশ হিসেবে আয়োজিত এই ফ্যাশন শোতে প্রদর্শিত কাচের তৈরি একটি ঘনকাকৃতির কাঠামোকে ঘিরে বিতর্কের সূত্রপাত। সমালোচকদের দাবি, কাঠামোটি ইসলামের পবিত্র কাবা শরিফের আদলে তৈরি, যা অনেকের মতে ইসলাম ধর্মের অবমাননা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও মূলধারার আরব গণমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা দেখা গেছে। অনেক ইসলামি পণ্ডিত এবং ধর্মীয় নেতা দাবি করেছেন, কাঠামোটি ইসলামের পবিত্রতম স্থানের প্রতি অসম্মান প্রদর্শন। কেউ কেউ এটিকে ‘শয়তানের কার্যকলাপ’ হিসেবেও অভিহিত করেছেন।

মরক্কোর ধর্মীয় নেতা আল-হাসান বিন আলি আল-কিত্তানি এই ঘটনাকে মূল্যবোধের অবক্ষয় ও ধর্মীয় অবমাননার নিদর্শন হিসেবে চিহ্নিত করেছেন। কানাডার ইসলামি লেখক তারিক অব্দ আল-হলিম বলেছেন, এই ধরনের প্রদর্শনী ‘বহুঈশ্বরবাদের’ প্রচার করছে।

তবে সৌদি আরবের সরকারি গণমাধ্যম এবং ‘অ্যান্টি রিউমর অথরিটি’ এই অভিযোগগুলো অস্বীকার করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কাঠামোটি শুধুমাত্র কাচ দিয়ে তৈরি একটি ঘনক এবং এর সঙ্গে কাবা শরিফের কোনো সম্পর্ক নেই।

‘অ্যান্টি রিউমর অথরিটি’ আরও জানায়, এই গুজব ছড়িয়ে দেওয়ার পেছনে বিশেষ মহলের উদ্দেশ্য সৌদি আরবকে বদনাম করা।

অনেকেই ফ্যাশন শোয়ের আয়োজনের সময় নিয়েও প্রশ্ন তুলেছেন। গাজা ও লেবাননের চলমান সংঘাতের মধ্যে এই ধরনের উৎসব আয়োজনকে অমানবিক বলে আখ্যা দিয়েছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “গাজায় গণহত্যার সময় সৌদি আরব গায়ক এবং নৃত্যশিল্পীদের আমন্ত্রণ জানাচ্ছে।”

লন্ডনভিত্তিক আরবি সংবাদপত্র রায় আল-ইয়ুম জানিয়েছে, রিয়াদ সিজনের আয়োজকরা চলমান যুদ্ধ পরিস্থিতি সম্পূর্ণভাবে উপেক্ষা করেছেন।

বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নাম। সমালোচকদের দাবি, তার আধুনিকীকরণ নীতির ফলেই সৌদি আরবে এমন প্রদর্শনী সম্ভব হয়েছে। ইসলামি স্টেটের সমর্থকরা তাকে ‘ইসলামের শত্রু’ এবং ‘অনৈতিক’ বলে অভিহিত করেছেন।

রিয়াদ সিজন

‘রিয়াদ সিজন’ হলো সৌদি আরবের একটি বার্ষিক সাংস্কৃতিক, বিনোদন এবং ক্রীড়া বিষয়ক উৎসব। এ বছর লেবানিজ ডিজাইনার এলি সাব এই ফ্যাশন শোয়ের আয়োজন করেন। তবে এই বিতর্ক রিয়াদ সিজনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই ঘটনা প্রমাণ করে, সৌদি আরবে সংস্কৃতি ও আধুনিকায়নের মিশ্রণে ইসলামি রক্ষণশীলতার সঙ্গে সংঘাত ক্রমশ বাড়ছে।

repoter