ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০১:৫৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল

repoter

প্রকাশিত: ১১:০১:১৫অপরাহ্ন , ২৯ মার্চ ২০২৫

আপডেট: ১১:০১:১৫অপরাহ্ন , ২৯ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ। ভূমিকম্পের প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে গঠিত সশস্ত্র বাহিনীর একটি উদ্ধারকারী দল বিশেষ বিমানে রবিবার (৩০ মার্চ) দেশটির উদ্দেশে রওনা দেবে। শনিবার (২৯ মার্চ) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

উদ্ধারকারী দলের সঙ্গে পাঠানো হচ্ছে প্রয়োজনীয় ওষুধ, খাদ্যসামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, মিয়ানমারের জনগণের পাশে দাঁড়াতে ও দুর্যোগ মোকাবিলায় সহায়তা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গত শুক্রবার (২৮ মার্চ) সকালে মিয়ানমারে অল্প সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমটি ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৭ এবং দ্বিতীয়টি ৬ দশমিক ৪ মাত্রার। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল রাজধানী নাইপিডো থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে সাগাইং শহরে, ভূ-অভ্যন্তরের ১৬ থেকে ১৮ কিলোমিটার গভীরে।

প্রাথমিক ক্ষয়ক্ষতির হিসাব অনুযায়ী, দেশটির জান্তা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এ পর্যন্ত অন্তত এক হাজার দুইজন মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে, যাদের অনেকেই গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি, স্থাপনা ও রাস্তা। অনেক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এবং যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত।

এই প্রেক্ষাপটে বাংলাদেশের উদ্যোগকে মিয়ানমারের দুর্যোগ মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে দেখা হচ্ছে। উদ্ধারকারী দলের সদস্যরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ, আহতদের চিকিৎসা ও উদ্ধার কার্যক্রমে অংশ নেবেন।

বাংলাদেশ সরকারের এই পদক্ষেপ মানবিক সহানুভূতির নিদর্শন হিসেবে আন্তর্জাতিক মহলেও ইতিবাচক বার্তা দিচ্ছে। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার এই প্রচেষ্টা দুদেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশা করা হচ্ছে।

repoter