
ছবি: ছবি: সংগৃহীত
দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে ভুটান থেকে পাথর আমদানি। বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে ভুটান থেকে চারটি পাথরবোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে।
বন্দর সংশ্লিষ্ট সূত্র ও ব্যবসায়ীরা জানান, ভারত ও ভুটানের মধ্যে স্লট বুকিং নিয়ে তৈরি হওয়া অভ্যন্তরীণ জটিলতার কারণে ভুটান থেকে পাথর আমদানি বন্ধ হয়ে যায়। এর আগে ২০২৪ সালের ২ জানুয়ারি বাংলাবান্ধা দিয়ে এক দফা আমদানি হলেও, সেই জটিলতা পুনরায় দেখা দিলে ভুটান পাথর রপ্তানি স্থগিত করে।
ভারতের ফুলবাড়ি স্থলবন্দরে ট্রাক মালিক ও শ্রমিকদের আন্দোলনের মুখে ভুটানের ট্রাকগুলোকে স্লট বুকিংয়ের আওতায় আনার দাবি ওঠে। এরপর সিস্টেমে ভুটান যুক্ত হলে সমস্যার সমাধান হয় এবং পুনরায় পাথর রপ্তানি শুরু করে দেশটি।
বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, ভারত ও ভুটানের জটিলতা কাটিয়ে বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে ভুটানের চারটি ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। তিনি আশা প্রকাশ করেন, কোনো সমস্যা না থাকলে ঈদের ছুটির পর থেকে নিয়মিত পাথর আমদানি শুরু হবে।
উল্লেখ্য, ভুটান থেকে পাথর আমদানি বন্ধ থাকায় বাংলাবান্ধা বন্দর এলাকায় ব্যবসা ও শ্রমজীবী মানুষের মধ্যে স্থবিরতা নেমে এসেছিল। আমদানি পুনরায় চালু হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
repoter