
ছবি: ছবি: সংগৃহীত
মো. মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক ও শেখ আবু হোসেন বাবুকে সদস্য সচিব করে খুলনা জেলা বিএনপির ৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
কমিটির অন্যতম সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, মো. তৈয়েবুর রহমান, এস এম শামীম কবির, গাজী তফসির আহমেদ, কামরুজ্জামান টুকু, অধ্যাপক মনিরুল হক বাবুল, অসিম কুমার সাহা ও এনামুল হক সজল।
সদস্যদের তালিকায় রয়েছেন আমির এজাজ খান, ডা. গাজী আব্দুল হক, অ্যাডভোকেট শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন, শাকিল আহমেদ দিলু, মোল্লা এনামুল কবির, নাজমুস সাকির পিন্টু, সরোয়ার হোসেন, আরিফুর রহমান আরিফ, শাহানুর রহমান আরজু, নাসিমা আক্তার পলি, মোল্লা রিয়াজুল ইসলামসহ মোট ৬১ জন নেতা-কর্মী।
এই কমিটি গঠনের মাধ্যমে খুলনা জেলায় বিএনপির সংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানা গেছে
repoter