
ছবি: ছবি: সংগৃহীত
আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হচ্ছে পবিত্র শবে কদরের রাত। হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম এই রজনীতে ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার ও দোয়া-মোনাজাতে মশগুল থাকবেন।
মহান আল্লাহ তায়ালা লাইলাতুল কদরকে বিশেষ মর্যাদা দিয়েছেন। এই রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে শবে কদর পালিত হবে। বায়তুল মোকাররমসহ সব মসজিদে রাতব্যাপী ওয়াজ-মাহফিল, মিলাদ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।
শবে কদর উপলক্ষে শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বেতার ও বেসরকারি মিডিয়াগুলো বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করবে। পাশাপাশি জাতীয় দৈনিকগুলোতে শবে কদরের তাৎপর্য নিয়ে বিশেষ নিবন্ধ প্রকাশ করা হবে।
ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয়েছে, এই পবিত্র রাতে বেশি বেশি ইবাদত-বন্দেগি, তওবা-ইস্তেগফার ও দান-সদকার মাধ্যমে আল্লাহর রহমত লাভের চেষ্টা করার
repoter