ছবি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
বিরূপ আবহাওয়ার কারণে পশ্চিমবঙ্গের নদীয়ার তাহেরপুরের জনসভায় সশরীরে উপস্থিত হতে না পারলেও দমদম বিমানবন্দর থেকে ১৬ মিনিটের একটি অডিও ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ওই ভাষণে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়নি বলে তিনি নিজেই জানান।
পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক বার্তায় মোদি জানান, আবহাওয়ার কারণে তিনি সরাসরি সভায় যেতে না পারায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে পারেননি। সেসব বিষয় তিনি এখন ব্যাখ্যা করছেন।
মতুয়া ও নমশূদ্র সমাজের উদ্দেশে তিনি বলেন, তাঁদের সেবা ও অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) তাঁদের মর্যাদার সঙ্গে ভারতে বসবাসের অধিকার দিয়েছে বলেও উল্লেখ করেন।
এ ছাড়া সাম্প্রতিক একটি ক্রীড়া অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলা, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে পশ্চিমবঙ্গের প্রাপ্তি এবং রাজ্য সরকারের সমালোচনাও তাঁর বার্তায় উঠে আসে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অডিও ভাষণে বাদ পড়া বিষয়গুলো পরে তুলে ধরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন মোদি।
repoter

