ছবি: ডিনদের পদত্যাগপত্র হাতে নিয়ে গণমাধ্যমকর্মীদের সামনে একে একে তাদের কল করেন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার। রোববার সকালে রাকসু ভবনের সামনে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের আচরণকে সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটি জানিয়েছে, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদল জানায়, সালাহউদ্দিন আম্মার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে কয়েকজন ডিনের পদত্যাগের সময় বেঁধে দেন এবং তাঁদের উদ্দেশে কুরুচিপূর্ণ ও হুমকিমূলক মন্তব্য করেন। এমনকি কিছু শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখার মতো বক্তব্যও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।
বিবৃতিতে বলা হয়, একজন ছাত্রনেতার কাছ থেকে এ ধরনের হুমকি, অশালীন ও মারমুখী আচরণ অছাত্রসুলভ এবং তা বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশের পরিপন্থী। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন সন্ত্রাসী কর্মকাণ্ডেরই বহিঃপ্রকাশ।
ছাত্রদল আরও জানায়, কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকলে তা দেশের প্রচলিত আইনে নিষ্পত্তি হওয়া উচিত। তথ্য-উপাত্ত ছাড়া ট্যাগিং ও উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা মেনে নেওয়া হবে না।
সংগঠনটির নেতারা বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের লাঞ্ছিত করার যেকোনো অপচেষ্টা শক্ত হাতে প্রতিহত করা হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তাঁরা।
repoter

