ছবি: ২০২২ কাতার বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা : ফিফা
সাধারণত বিশ্বকাপ জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হয়। তবে ২০২২ কাতার বিশ্বকাপ গরম আবহাওয়ার কারণে নভেম্বর-ডিসেম্বরে হয়েছে। এর ফলে আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে তুলনামূলকভাবে কম সময় রাজত্ব করার সুযোগ পেয়েছে।
‘এল গ্রাফিকো’ অনুযায়ী, ১৮ ডিসেম্বর ২০২২-এ লুসাইলে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপ ফাইনালের আগপর্যন্ত ১৩০৯ দিন বিশ্বচ্যাম্পিয়নের খেতাব ধরে রাখার সুযোগ পাবে।
সবচেয়ে কম সময় বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব ধরে রাখা দলসমূহ:
-
আর্জেন্টিনা (২০২২-২০২৬): ১৩০৯ দিন
-
উরুগুয়ে (১৯৩০-১৯৩৪): ১৪১১ দিন
-
ইংল্যান্ড (১৯৬৬-১৯৭০): ১৪২২ দিন
সবচেয়ে বেশি সময় খেতাব ধরে রাখা দল:
-
ইতালি: ১৯৩৪ ও ১৯৩৮ বিশ্বকাপ জয়, ১৯৫০ সালে পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত ৫,৮৮০ দিন
-
এরপর ব্রাজিল (১৯৫৮-১৯৬২): ২,৯৫৩ দিন
এ হিসাব থেকে দেখা যায়, আধুনিক সময়ে আর্জেন্টিনার রাজত্ব ছিল তুলনামূলকভাবে সবচেয়ে সংক্ষিপ্ত।
repoter


