ছবি: আইনশৃঙ্খলাসংক্রান্ত সভার পর নির্বাচন ভবনে প্রেস ব্রিফিংয়ে ইসি। রোববার নির্বাচন ভবনে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করে—এমন যেকোনো কর্মকাণ্ড কঠোরভাবে দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি জানিয়েছে, যারা সহিংসতা, নাশকতা বা বিশৃঙ্খলার মাধ্যমে নির্বাচন বানচাল করতে চায়, তাদের ক্ষেত্রে মানবিক হওয়ার প্রয়োজন নেই।
রোববার রাজধানীতে তিন বাহিনীর প্রধান ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে ইসি অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার এবং যৌথ বাহিনীর অভিযান জোরদারের নির্দেশ দেয়। একই সঙ্গে এলাকাভিত্তিক চেকপোস্ট বসানো এবং প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।
ইসি জানায়, তফসিল ঘোষণার পর ঘটে যাওয়া সহিংস ও নাশকতামূলক ঘটনার প্রভাব যেন নির্বাচনী পরিবেশে না পড়ে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। যারা নির্বাচনকে অস্থিতিশীল করতে চায়, তারা যে-ই হোক, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ইসি। কমিশন বলেছে, সাংবাদিকেরা নিরাপদ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়ানো হবে।
repoter


