ঢাকা,  সোমবার
২২ ডিসেম্বর ২০২৫ , ০৬:০৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ১২ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির * কুড়িগ্রামে আওয়ামী লীগের ৯ নেতার বিএনপিতে যোগদান, তীব্র সমালোচনা * পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও কুয়াশার দাপট * ভোটের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বিএনপি * জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত

ভোটের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বিএনপি

repoter

প্রকাশিত: ০১:০৩:২২অপরাহ্ন , ২১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০১:০৩:২২অপরাহ্ন , ২১ ডিসেম্বর ২০২৫

BNP

ছবি: BNP

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে সর্বাত্মক প্রস্তুতি শুরু করেছে বিএনপি। এর অংশ হিসেবে ২৭২ আসনে দলীয় প্রার্থীদের সঙ্গে মতবিনিময় ও কর্মশালা গত শনিবার শেষ করেছে দলটি। যেসব আসনে এখনো প্রার্থী ঘোষণা হয়নি, সেসব আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকাও চূড়ান্ত করা হচ্ছে।

বাগেরহাট জেলার চারটি আসনে প্রার্থিতা অনেকটা নিশ্চিত হয়েছে। এসব আসনের প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীরা কর্মশালায় অংশ নেন।

দলীয় সূত্র জানায়, বাগেরহাটের দুটি আসনে হিন্দু সম্প্রদায়ের দুই প্রভাবশালী নেতাকে ধানের শীষ প্রতীকে প্রার্থী করা হচ্ছে। তাঁরা হলেন—বাগেরহাট-১ আসনে বিশ্ব হিন্দু পরিষদের মহাসচিব ও মতুয়া সমাজ ঐক্যজোটের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মণ্ডল এবং বাগেরহাট-৪ আসনে বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশের সভাপতি সোমনাথ দে।

উল্লেখ্য, সোমনাথ দে ২০১৪ সালে জাতীয় পার্টির প্রার্থী ছিলেন। পরে ২০১৯ সালে আওয়ামী লীগে যোগ দেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ২৯ আগস্ট তিনি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন এবং এবার বিএনপির প্রার্থী হচ্ছেন।

বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী দু–তিন দিনের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে শরিক দলগুলোর আসন সমঝোতা চূড়ান্তভাবে জানানো হবে। যেসব আসনে সমঝোতা হবে, সেখানে বিএনপির প্রার্থী প্রত্যাহার করে নেওয়া হবে এবং শরিকেরা নিজ নিজ প্রতীকে নির্বাচন করবেন।

অন্যদিকে বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে জেলা বিএনপির নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মোহাম্মদ জাকির হোসেনকে প্রার্থী করা হচ্ছে। চট্টগ্রাম-৪ আসনে কাজী সালাউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিন পর্বের কর্মশালায় নির্বাচনী কৌশল ও রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে বিএনপির ঘোষিত ‘৩১ দফা’ ও জনসম্পৃক্ত ‘৮ দফা’ কর্মসূচি ভোটারদের কাছে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’, ‘হেলথ কার্ড’ ও ‘কৃষি কার্ড’কে ডিজিটাল নেটওয়ার্কে যুক্ত করে নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়টি তুলে ধরা হয়।

সমাপনী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বলেন, ‘ধানের শীষ প্রতীকে মনোনীত সবাইকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। বিজয়ের কোনো বিকল্প নেই।’

নির্বাচনের দিন কেন্দ্রভিত্তিক ব্যবস্থাপনা জোরদার করতে প্রতিটি আসনের জন্য একজন ইলেকশন এজেন্ট, দুজন প্রশিক্ষণদাতা এবং একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের তথ্য সংগ্রহ করা হয়েছে।

repoter