ঢাকা,  রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫ , ০৯:২৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

কারাবন্দী ইমরান খানের সঙ্গে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব সাক্ষাৎ বন্ধ

repoter

প্রকাশিত: ০১:৫৩:৩৪অপরাহ্ন , ২৪ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০১:৫৩:৩৪অপরাহ্ন , ২৪ ডিসেম্বর ২০২৫

কারাবন্দী ইমরান খানের সঙ্গে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব সাক্ষাৎ বন্ধ

ছবি: কারাবন্দী ইমরান খানের সঙ্গে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব সাক্ষাৎ বন্ধ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত কেউ সাক্ষাৎ করতে পারবেন না। দেশের সংসদ বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী গত সোমবার এ কথা জানিয়েছেন। মন্ত্রী এই মন্তব্যটি দেশটির গণমাধ্যম জিও নিউজের ক্যাপিটাল টক অনুষ্ঠানে একটি প্রশ্নের জবাবে করেন।

আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কারাগারে সাক্ষাৎ বন্ধ থাকায় ইমরানের পরিবার ও দল তাঁর শারীরিক অবস্থা এবং কারাবন্দী পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এমনকি জাতিসংঘের একজন স্পেশাল র‍্যাপোর্টারও সতর্ক করে বলেছেন যে, ইমরান খানকে যে পরিবেশে রাখা হয়েছে, তা অমানবিক বা অবমাননাকর আচরণের অন্তর্ভুক্ত হতে পারে।

তবে মন্ত্রী তারিক ফজল চৌধুরী দাবি করেছেন, কারাগার কোনো ‘রাজনৈতিক দলের সদর দপ্তর নয়’। তিনি আরও সমালোচনা করেছেন যে, পিটিআই “রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও এর প্রধানদের বিরুদ্ধে অভিযোগ তুলছে।”

পিএমএল-এন-এর এই নেতা আরও বলেন, অতীতে আদিয়ালা কারাগারে পিটিআই নেতারা নিয়মিতভাবে তাঁদের প্রতিষ্ঠাতার সঙ্গে দেখা করেছেন এবং সরকারের কোনো আপত্তি ছিল না। তবে তিনি অভিযোগ করেন, সেসব সাক্ষাৎ পরবর্তী সময়ে কারাগারের বাইরে রাজনৈতিক সংবাদ সম্মেলনে পরিণত হয় এবং এমন আখ্যান তৈরি করা হয় যা “ভারতীয় গণমাধ্যম গ্রহণ করে।”

এমতাবস্থায়, পিটিআই নেতা আলী জাফর মন্তব্য করেছেন যে, দেশের সংবিধান অনুযায়ী ‘নির্জন কারাবাস’ নির্যাতনের অন্তর্ভুক্ত। তিনি আরও বলেছেন, চৌধুরীর বক্তব্য মানবাধিকার এবং স্থানীয় ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

গত সপ্তাহে আদিয়ালা কারাগারের সামনে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে না দেওয়ার প্রতিবাদে তাঁর বোন, দলীয় নেতা ও কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করলে, কর্তৃপক্ষ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করেছে।

repoter