ঢাকা,  রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫ , ০৯:২৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

বাড়ছে আগ্রহী দলের সংখ্যা, আসন বণ্টনে জটিলতায় জামায়াত

repoter

প্রকাশিত: ১২:৩০:০৬অপরাহ্ন , ২৭ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১২:৩০:০৬অপরাহ্ন , ২৭ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী

ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামী

সমমনা জোটে নতুন দল যুক্ত হওয়ার আলোচনায় টানাপোড়েন

সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা এখনো চূড়ান্ত করতে পারেনি জামায়াতে ইসলামী। এর মধ্যেই নতুন করে আরও কয়েকটি দলের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু হওয়ায় জোটের ভেতরে জটিলতা বাড়ছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে এ আলোচনা চলছে বলে জানা গেছে।

আগের শরিকদের নতুন রাজনৈতিক হিসাব

এনসিপি গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে আত্মপ্রকাশ করা একটি দল। অন্যদিকে এলডিপি, জেএসডি ও লেবার পার্টি দীর্ঘদিন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকলেও সাম্প্রতিক সময়ে সেই বোঝাপড়ায় ছেদ পড়েছে। ফলে দলগুলো নতুন রাজনৈতিক সমীকরণে যুক্ত হওয়ার চেষ্টা করছে।

আট দলীয় জোটে সংকটের সূত্রপাত

জামায়াতসহ সমমনা আট দলের মধ্যে আগে থেকেই আসন সমঝোতার আলোচনা চলছিল। তবে কোন দল কতটি আসন পাবে—এই প্রশ্নে ঐকমত্য না হওয়ায় সংকট দেখা দেয়। কিছু দল নিজেদের প্রার্থীকে জামায়াতের প্রার্থীর সমান যোগ্য বলে দাবি করায় সিদ্ধান্ত গ্রহণ আরও জটিল হয়ে ওঠে।

একপর্যায়ে নিরপেক্ষ প্রতিনিধিদল পাঠিয়ে জরিপ ও স্থানীয় মতামতের ভিত্তিতে প্রার্থী ঠিক করার প্রস্তাব উঠলেও তা কার্যকর হয়নি।

এনসিপিকে ঘিরে বাড়ছে অস্বস্তি

এনসিপির সঙ্গে জামায়াতের সম্ভাব্য সমঝোতার বিষয়টি সামনে আসার পর আট দলীয় জোটের কয়েকটি দলের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। অতীতে এনসিপি অভিন্ন আন্দোলন থেকে সরে যাওয়ার অভিজ্ঞতা থাকায় তাদের ভূমিকা নিয়ে সন্দেহ রয়েছে বলে জানিয়েছেন কয়েকজন নেতা।

নেতৃত্বের বক্তব্য: সংকট বড় নয়

জামায়াত ও সমমনা দলগুলোর শীর্ষ নেতারা বলছেন, এটি মূলত আসন বণ্টন ও রাজনৈতিক সমঝোতার বিষয়। কেউই জোট ভাঙতে চায় না। আলোচনার মাধ্যমেই সমাধানে পৌঁছানো সম্ভব বলে তাঁদের মত।

এলডিপি, লেবার পার্টি ও জেএসডির অবস্থান

এলডিপি ও লেবার পার্টি বিএনপির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে নতুন সমঝোতার পথে হাঁটছে। জেএসডিও এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিলেও ভিন্ন রাজনৈতিক সম্ভাবনা খোলা রাখছে। এসব দল জামায়াতের সঙ্গে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যোগাযোগ রাখছে।

দুই দিকেই যোগাযোগ রাখছে এনসিপি ও এবি পার্টি

এনসিপি ও এবি পার্টি একদিকে জামায়াতের সঙ্গে, অন্যদিকে বিএনপির সঙ্গেও যোগাযোগ রাখছে বলে জানা গেছে। এতে করে তাদের নেতৃত্বাধীন নতুন জোটের ভেতরেও অস্বস্তি তৈরি হয়েছে। শেষ পর্যন্ত কোন পথে যাবে দলগুলো—তা নির্ভর করছে আসন সমঝোতার চূড়ান্ত রূপরেখার ওপর।

repoter