ঢাকা,  শনিবার
১৯ এপ্রিল ২০২৫ , ০৬:০৯ মিনিট

Donik Barta

শিরোনাম:

* নির্বাচনের লক্ষ্যে আপাতত আন্দোলন স্থগিত: বিএনপি * খাগড়াছড়িতে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত * বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় বৈঠক: ১৫ বছর পর পুনঃশুরু সম্পর্কের নতুন দিগন্ত * তিন দিনের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ ফুলবাড়ীতে, ভোগান্তিতে সাধারণ ক্রেতারা * আওয়ামী লীগের মতো দলে সাকিবের যোগ দেওয়া ঠিক হয়নি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব * রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধান বাধা আরাকান আর্মি : পররাষ্ট্র উপদেষ্টা * বিডিআর হত্যাকাণ্ড: তদন্তে সহায়তা চেয়ে জাতীয় স্বাধীন কমিশনের গণবিজ্ঞপ্তি * ইউরোপে রাজনৈতিক আশ্রয় পেতে কঠিন হবে বাংলাদেশের নাগরিকদের জন্য * আলোচনায় অসন্তুষ্ট কারিগরি শিক্ষার্থীরা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা * চীন থেকে অর্থ আনার অনিয়মে জড়িত থাকার অভিযোগে এনবিআরের দুই কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধে অচল তেজগাঁও সাতরাস্তা

repoter

প্রকাশিত: ১২:৩৪:০৭অপরাহ্ন , ১৬ এপ্রিল ২০২৫

আপডেট: ১২:৩৪:০৭অপরাহ্ন , ১৬ এপ্রিল ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ কর্মসূচি শুরু হয়। ঢাকার বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আসা শিক্ষার্থীরা এই বিক্ষোভে অংশ নেন।

সাতরাস্তার মূল মোড়সহ তেজগাঁও ও শিল্পাঞ্চল এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করে রাখায় পুরো এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। যান চলাচল বন্ধ থাকায় অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। যানজটের প্রভাব ছড়িয়ে পড়েছে মগবাজার, মহাখালী, কাওরানবাজার, বাংলামোটরসহ আশপাশের এলাকায়।

এ বিষয়ে তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) রফিকুল ইসলাম জানান, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রাস্তায় নেমে সড়ক অবরোধ করায় যান চলাচল সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়েছে। ট্রাফিক পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা করছে, তবে শিক্ষার্থীরা সরে না গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে না।

এদিকে, তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে সড়কে অবস্থান নিয়েছে। তাদের শান্তিপূর্ণভাবে সরিয়ে নিতে আমরা প্রস্তাব দিয়েছিলাম—শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলকে সচিবালয়ে নিয়ে গিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করব। কিন্তু তারা আমাদের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

বিক্ষোভরত শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, তাদের এই দাবিগুলো তারা আগে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছেন, কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। শিক্ষার্থীরা বলেন, "আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি, কারণ কেউ আমাদের কথা শোনেনি। এবার আমাদের সঙ্গে কথা বলার প্রয়োজন হলে, তারাই এখানে এসে কথা বলবে—আমরা সচিবালয়ে যাব না।"

অবরোধের ফলে তেজগাঁও, মগবাজার, মহাখালী, কাওরানবাজারসহ আশপাশের এলাকায় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। কর্মস্থলমুখী সাধারণ মানুষ এবং গণপরিবহন যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।

সড়কে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের হাতে দেখা গেছে প্ল্যাকার্ড, যেখানে তাদের ছয় দফা দাবির পক্ষে স্লোগান লেখা ছিল। তাঁরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার ঘোষণা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, তবে বিক্ষোভ এখনো শান্তিপূর্ণ রয়েছে।

সার্বিকভাবে, দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। পুলিশের পক্ষ থেকেও শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি রাখা হচ্ছে।

repoter