ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার দশম দিনে ঢাকা-১৬ আসনের ৬নং ওয়ার্ডের ৭নং সেকশনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হক।
এ সময় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। আমিনুল হক বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই তাঁর শক্তি। নির্বাচিত হলে তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করবেন।
গণসংযোগকালে স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রচারণায় এলাকায় ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
রিপোর্টার : মুরাদ হোসেন লিটন