ঢাকা,  শনিবার
৩১ জানুয়ারী ২০২৬ , ০১:১৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা, ভেন্যু বদলের গুঞ্জন * আমরা সোনার ডিম পাড়া হাঁস থেকে একবারে সব ডিম পেতে চাই: রিজওয়ানা * বাংলাদেশকে নিয়ে জামায়াতের স্পষ্ট ভিশন নেই * ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা * ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিতে হবে: তারেক রহমান * মহম্মদপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগে প্রতিবেশীকে লিগ্যাল নোটিশ * মাগুরার মহম্মদপুরে জমি বিরোধের জেরে মারধরের অভিযোগ, থানায় মামলা * ভোট নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত আমিনুলের। * ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ ‘ভোট ডাকাতি’ হতে দেবে না: তারেক রহমান * নির্বাচনি প্রচারে নারীদের ওপর হামলার ১১টি সচিত্র তথ্য প্রকাশ জামায়াতের

‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিতে হবে: তারেক রহমান

reporter

প্রকাশিত: ১০:১৪:১৭পূর্বাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬

আপডেট: ১০:১৪:১৭পূর্বাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬

বাংলার বার্তার নিজস্ব ক্যামেরায় ধারণকৃত

ছবি: বাংলার বার্তার নিজস্ব ক্যামেরায় ধারণকৃত

আসন্ন গণভোটকে সামনে রেখে দল-মত নির্বিশেষে সবাইকে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাঁও মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রংপুর শহীদ আবু সাঈদের পবিত্র রক্তে স্নাত ভূমি এবং আবু সাঈদ ও ওয়াসিমসহ প্রায় ১৪০০ শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে স্বপ্ন ও প্রত্যাশা জন্ম নিয়েছে, সেই ‘জুলাই সনদ’ রক্ষা করা জাতির নৈতিক দায়িত্ব। তিনি স্মরণ করিয়ে দেন, ৫ আগস্টের বিপ্লবে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যে ঐক্য সৃষ্টি করেছিল, তা ধরে রাখা জরুরি; নিশিরাত বা ডামি নির্বাচনের অধ্যায় শেষ হয়ে এসেছে উল্লেখ করে তিনি জনগণকে নিজেদের ভোটাধিকার প্রয়োগে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানান। রংপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, অনেকেই রংপুরকে দরিদ্র অঞ্চল হিসেবে দেখালেও প্রকৃতপক্ষে এটি সম্ভাবনায় ভরপুর; কৃষিজাত পণ্যের শিল্পকারখানা স্থাপন, ব্যবসায়ীদের বিশেষ সুবিধা প্রদান এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অঞ্চলটিকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে স্থানীয় আইটি প্রতিষ্ঠানগুলোর জন্য নির্দিষ্ট মেয়াদে কর ছাড়ের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এতে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান বাড়বে। কৃষক ও নারীদের কল্যাণে দলের ভবিষ্যৎ কর্মসূচি ব্যাখ্যা করে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ, কৃষি কার্ড বিতরণ, অন্তত এক ফসলের বীজ ও কীটনাশক বিনামূল্যে সরবরাহ এবং ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে নারীদের অর্থনৈতিক সক্ষমতা ও অধিকার নিশ্চিত করা হবে। বক্তব্যের শেষাংশে তিনি উপস্থিত জনতার কাছে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, দলের পরিকল্পনা তুলে ধরা হয়েছে—এবার জনগণের পরিকল্পনা কী; জবাবে ‘ধানের শীষ’ স্লোগান উঠলে তিনি ফজরের নামাজ আদায় শেষে ভোটকেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান, যাতে গণভোটে জনগণের প্রত্যাশা প্রতিফলিত হয় এবং দেশ গণতান্ত্রিক পথে এগিয়ে যায়।

reporter