ঢাকা,  শনিবার
৩১ জানুয়ারী ২০২৬ , ০১:১৯ মিনিট

Donik Barta

শিরোনাম:

* ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা, ভেন্যু বদলের গুঞ্জন * আমরা সোনার ডিম পাড়া হাঁস থেকে একবারে সব ডিম পেতে চাই: রিজওয়ানা * বাংলাদেশকে নিয়ে জামায়াতের স্পষ্ট ভিশন নেই * ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা * ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিতে হবে: তারেক রহমান * মহম্মদপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগে প্রতিবেশীকে লিগ্যাল নোটিশ * মাগুরার মহম্মদপুরে জমি বিরোধের জেরে মারধরের অভিযোগ, থানায় মামলা * ভোট নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত আমিনুলের। * ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ ‘ভোট ডাকাতি’ হতে দেবে না: তারেক রহমান * নির্বাচনি প্রচারে নারীদের ওপর হামলার ১১টি সচিত্র তথ্য প্রকাশ জামায়াতের

আমরা সোনার ডিম পাড়া হাঁস থেকে একবারে সব ডিম পেতে চাই: রিজওয়ানা

reporter

প্রকাশিত: ১০:২৭:১৫পূর্বাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬

আপডেট: ১০:২৭:১৫পূর্বাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬

সংগৃহীত ছবি

ছবি: সংগৃহীত ছবি

দেশের পর্যটন খাতে দায়িত্বশীল আচরণের অভাবই অপার সম্ভাবনাকে বারবার বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, প্রাকৃতিক সম্পদ ও পর্যটনকেন্দ্রগুলোকে ঘিরে আমরা এমন আচরণ করছি যেন সোনার ডিম পাড়া হাঁস থেকে একবারেই সব ডিম পেতে চাই, যার ফলাফল হিসেবে দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়ছে দেশ। সেন্টমার্টিন দ্বীপ, সিলেটের সাদা পাথর ও হাওর অঞ্চলকে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি বলেন, এসব এলাকায় যখন অপপ্রচার ও ভুল তথ্য ছড়ানো হয়েছে, তখন সংশ্লিষ্ট পর্যটন উদ্যোক্তারা সময়মতো দায়িত্বশীল ভূমিকা রাখলে পরিস্থিতি এতটা জটিল হতো না। তার মতে, পর্যটন খাত শুধু লাভের জায়গা নয়; এটি পরিবেশ, সংস্কৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে সরাসরি যুক্ত। কিন্তু স্বল্পমেয়াদি মুনাফার লোভে অপরিকল্পিত ব্যবসা, অতিরিক্ত চাপ এবং পরিবেশবিধ্বংসী কার্যক্রম এই খাতকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে দিচ্ছে না। তিনি বলেন, দেশের পর্যটন শিল্পে সম্ভাবনার কোনো ঘাটতি নেই, ঘাটতি রয়েছে দায়িত্বশীলতা ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির। পর্যটকদের যেমন সচেতন হতে হবে, তেমনি যাঁরা পর্যটন ব্যবসা করছেন তাঁদেরও পরিবেশ ও স্থানীয় জনগোষ্ঠীর প্রতি দায়বদ্ধ থাকতে হবে। দায়িত্বহীন আচরণ চলতে থাকলে একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হবে, অন্যদিকে আন্তর্জাতিক পর্যটকদের কাছেও দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি সতর্ক করেন। একটি সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, পর্যটন খাতকে টেকসই করতে হলে সরকার, উদ্যোক্তা ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শুধু অবকাঠামো উন্নয়ন বা প্রচারণা যথেষ্ট নয়; দরকার নীতি-নৈতিকতা, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় মানুষের স্বার্থ রক্ষার স্পষ্ট অঙ্গীকার। অনুষ্ঠানে দেশের ট্রাভেল, ট্যুরিজম ও হসপিটালিটি খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়, যা এই খাতের পেশাদারিত্ব ও সেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। রিজওয়ানা হাসান বলেন, পর্যটন যদি সঠিকভাবে পরিচালিত হয়, তবে এটি কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় অর্থনীতি শক্তিশালীকরণ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক পরিচিতি গড়ে তুলতে পারে। তবে এজন্য প্রয়োজন আজই দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়া, না হলে ভবিষ্যতে এই সম্ভাবনাই আমাদের জন্য বড় বোঝা হয়ে দাঁড়াবে।

reporter