ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০২:৫০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির তিন সংগঠনের প্রতিবাদী পদযাত্রা

repoter

প্রকাশিত: ১২:২০:১৭অপরাহ্ন , ০৮ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১২:২০:১৭অপরাহ্ন , ০৮ ডিসেম্বর ২০২৪

ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির তিন সংগঠনের পদযাত্রা। ছবি: সংগৃহীত

ছবি: ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির তিন সংগঠনের পদযাত্রা। ছবি: সংগৃহীত

ঢাকা: আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর, জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরু করেছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়।

রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে অংশগ্রহণ করা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা হাজারো সংখ্যায় এ পদযাত্রায় যোগ দেন। স্লোগানে মুখরিত হয়ে ওঠে আশপাশের এলাকা। উপস্থিত নেতাকর্মীদের হাতে থাকা প্ল্যাকার্ডে ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়াও জনগণ’, ‘এক জাতি এক দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কোন আপস নয়’, ‘বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নয়’, ‘সবার উপরে দেশ, আমার প্রিয় বাংলাদেশ’ ইত্যাদি লেখা দেখা যায়।

পদযাত্রায় নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এছাড়া যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরসহ অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করেন, আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার ঘটনা পরিকল্পিত এবং এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। তারা বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ হলেও জাতীয় স্বার্থে কোন আপস করা যাবে না। তারা সরকারের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করেন এবং জাতীয় স্বার্থ রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিএনপির নেতৃবৃন্দের দাবি, এ পদযাত্রা কোনো দেশের জনগণের বিরুদ্ধে নয়, বরং আগ্রাসী নীতির প্রতিবাদ। তারা বলেন, প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণ ছিল এবং জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে এ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

গতকাল এক বিবৃতিতে বিএনপির তিন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছিল, আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ভারতীয় হাইকমিশনের অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচি বাংলাদেশের জনগণের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনের অংশ বলে সংগঠনের পক্ষ থেকে উল্লেখ করা হয়।

পদযাত্রা চলাকালে আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হলেও নেতাকর্মীদের শান্তিপূর্ণ আচরণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পদযাত্রা পর্যবেক্ষণে তৎপর ছিল। তবে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় দূতাবাসে স্মারকলিপি প্রদানের মাধ্যমে এ কর্মসূচি শেষ হবে।

repoter