
ছবি: ছবি: সংগৃহীত
পবিত্র রমজান মাসে ভোজ্যতেলের সংকট নিরসনে বিশেষ ছাড়ে ট্রাক সেলের মাধ্যমে তেল বিক্রি শুরু করেছে দেশের শীর্ষ তেল সরবরাহকারী প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ ও সিটি গ্রুপ। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার আহ্বানে সাড়া দিয়ে এই কার্যক্রম চালু করেছে প্রতিষ্ঠান দুটি। ভোজ্যতেলের পাশাপাশি বিশেষ ছাড়ে পোলাও চাল, ডাল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যও বিক্রি করা হচ্ছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা আনসার কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা এবং মেঘনা গ্রুপের জিএম সরকার ফরহাদ আহমেদ।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “গত ৩ মার্চ ভোজ্যতেল কারখানা মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে ট্রাক সেলের মাধ্যমে তেল বিক্রির আহ্বান জানানো হয়। মেঘনা গ্রুপ ইতোমধ্যে সে উদ্যোগ নিয়েছে এবং প্রতিদিন ২ টনের বেশি তেল বিক্রি করছে। সিটি গ্রুপও আজ থেকে একই কার্যক্রম শুরু করেছে। এতে বাজারে ভোজ্যতেলের সংকট কমবে বলে আমরা আশাবাদী।”
তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ জেলার নিতাইগঞ্জ থেকে বাংলাদেশের ৪২টি জেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হয়। গত ২৬ ফেব্রুয়ারি পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছি। তারা আমাকে অনুরোধ করেছিলেন ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিত করতে। বাকি পণ্য সরবরাহে তারা জেলা প্রশাসকের পাশে থাকবেন। দেশের শীর্ষ ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কারখানা নারায়ণগঞ্জে অবস্থিত। তাই আমার জেলায় তেলসহ কোনো নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট আমি মানবো না। রমজানে নাগরিকদের কষ্ট দেওয়ার চেষ্টা হলে সরকার কঠোর পদক্ষেপ নেবে। মনে রাখবেন, বাজার সিন্ডিকেটের হাত অনেক লম্বা, কিন্তু সরকারের হাত আরও বেশি লম্বা।”
জেলা প্রশাসকের অনুরোধে মেঘনা ও সিটি গ্রুপ তিনটি স্থানে বিশেষ ছাড়ে পণ্য বিক্রি শুরু করেছে। তিনি বলেন, “সারাদেশেই যদি সরকারের পাশাপাশি বেসরকারি উৎপাদনকারীরা এভাবে বিশেষ ছাড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করতেন, তাহলে আমরা সবাই উৎসব একসাথে পালন করতে পারতাম।”
মেঘনা গ্রুপের জিএম সরকার ফরহাদ আহমেদ বলেন, “পুরো রমজানজুড়ে ট্রাকের মাধ্যমে বিশেষ ছাড়ে ভোজ্যতেল বিক্রি করা হবে। প্রতিদিন ২ টন ১২ কেজি তেল বিক্রি করা হবে। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে আমরা নাগরিকদের স্বার্থে ট্রাক সেল পরিচালনা করব।”
সিটি গ্রুপের রিজিওনাল সেলস ম্যানেজার মো. সাইফুল আরেফিন বলেন, “আমরা খানপুর থেকে আজ থেকে ট্রাক সেল শুরু করেছি। প্রতিটি এলাকায় দুইদিন করে ট্রাক সেল হবে। পুরো রমজান মাসব্যাপী বিশেষ ছাড়ে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হবে। মানবিক ডিসির আহ্বানে সাড়া দিতে পেরে আমরা গর্বিত।”
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছর এস আলম গ্রুপ রমজানে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের একটি বড় অংশ সরবরাহ করত। কিন্তু এবার তারা সেটা করছে না। সেই ঘাটতি পূরণে হিমশিম খাচ্ছে অন্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো।
repoter