ছবি: ছবি: সংগৃহীত
বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, বিধ্বস্ত বিমানের ত্রুটি তদন্তে কাজ চলছে, দেশের সবাইকে সত্য জানানো হবে
রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় কোনো তথ্য গোপন করা হবে না বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সোমবার (২১ জুলাই) ঘটে যাওয়া এই দূর্যোগে আহতদের সুচিকিৎসা নিশ্চিতে বিমান বাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে কুর্মিটোলা বিমানঘাঁটিতে বিমান বিধ্বস্তে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের শেষ শ্রদ্ধা জানানো অনুষ্ঠানে এসব কথা বলেন বিমান বাহিনীর প্রধান। অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এয়ার চিফ মার্শাল বলেন, ‘বিমানটির আয়ুষ্কাল প্রায় ৩০ বছর। অনেক প্রশ্ন উঠেছে, পুরনো বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কি না। তবে আমরা যে যাদের কাছ থেকে বিমান কিনেছি, তারা এর পূর্ণাঙ্গ রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্ব পালন করে।’
তিনি আরও জানান, ‘বিধ্বস্ত বিমানে কোনো প্রযুক্তিগত ত্রুটি ছিল কি না, তা যাচাই-বাছাই ও তদন্ত চলছে।’
আহতদের চিকিৎসার বিষয়েও তিনি বলেন, ‘আহতরা সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বিমান বাহিনী তাদের পাশে থাকবে। তাঁদের সুচিকিৎসা নিশ্চিত করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার।’
তিনি দেশের সবাইকে সত্যি জানাতে চান এবং বলেন, ‘আমরা তথ্য গোপন করব না। সবাই দেশের মানুষ, তাই আমরা সবাইকে জানাবো কী ঘটেছে।’
বিমান বাহিনী প্রধান আশা প্রকাশ করেন, ‘সব পক্ষ মিলে কাজ করলে আহতদের যন্ত্রণার কিছুটা হলেও লাঘব করা সম্ভব হবে ইনশাআল্লাহ।’
উল্লেখ্য, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭বিআই মডেলের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ ভবনের মধ্যে ও আশপাশে থাকা অনেক শিক্ষার্থী আহত হয়। দুর্ঘটনায় নিহত ও আহতের সংখ্যা এখনও নিশ্চিত হয়নি। প্রাথমিকভাবে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
repoter




