
ছবি: ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। শুক্রবার হারারের স্পোর্টস ক্লাব মাঠে স্বাগতিক জিম্বাবুয়েকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছে গেছে জুনিয়র টাইগাররা।
এই জয়ের ফলে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নেট রানরেটে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে বাংলাদেশ। সমান সংখ্যক ম্যাচে দক্ষিণ আফ্রিকারও সংগ্রহ ৬ পয়েন্ট হলেও রানরেটে পিছিয়ে রয়েছে তারা।
চলমান ত্রিদেশীয় সিরিজে এখনো জয় পায়নি স্বাগতিক জিম্বাবুয়ে। চারটি ম্যাচ খেলেও তারা কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি। গ্রুপ পর্বের খেলা শেষে ১০ আগস্ট একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের ফাইনাল।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে সক্ষম হন টাইগার বোলাররা। গতিময় বোলিংয়ে নেতৃত্ব দেন ইকবাল হোসেন ইমন। ৬ ওভারে মাত্র ২৭ রানে তুলে নেন ৪টি উইকেট। তার সঙ্গে ঘূর্ণির জাদু ছড়ান সানজিদ মজুমদার, যিনি ২৬ রানে নেন ২টি উইকেট।
তবে সবচেয়ে চমক দেখান লেগ স্পিনার স্বাধীন ইসলাম। মাত্র ১ রান খরচায় ২টি উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপকে একেবারে ভেঙে দেন।
ফলে জিম্বাবুয়ে গুটিয়ে যায় মাত্র ২২.৩ ওভারে ৮৯ রানে। স্বাগতিক দলের হয়ে দুইজন ব্যাটার — নাথানিয়েল হ্লাবাঙ্গানা ২৬ এবং ব্র্যান্ডন এনডিউয়িনি ২০ রান করে দুই অঙ্ক ছুঁতে পারেন।
স্বল্প লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা ধাক্কা খায় বাংলাদেশ। রিফাত বেগ শূন্য রানে আউট হয়ে ফেরেন। তবে এরপর কালাম সিদ্দিকি কিছুটা আগ্রাসী ব্যাটিং করে দলকে ছন্দে ফেরান। ১৬ বলে ২০ রান করেন তিনি।
এরপর দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক আজিজুল হক তামিম। ৪৯ বলে ৪৭ রানের অপরাজিত ইনিংসে তিনি হাঁকান ৬টি চার ও একটি ছক্কা। তার সঙ্গে রিজান হোসেন অপরাজিত ২১ রান করে ইনিংস শেষ করেন।
বাংলাদেশ জয় নিশ্চিত করে মাত্র ১৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে।
এই জয়ের মাধ্যমে ফাইনালে পৌঁছালেও গ্রুপ পর্বের খেলা এখনো শেষ হয়নি বাংলাদেশের। আগামী ৬ আগস্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ৮ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে বাকি দুই ম্যাচ খেলবে জুনিয়র টাইগাররা।
এই দুই ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে দল, যেন আত্মবিশ্বাস নিয়ে ফাইনালে লড়তে পারে এবং শিরোপা ঘরে তুলতে পারে।
repoter