ঢাকা,  শনিবার
৩ জানুয়ারী ২০২৬ , ০৮:০৬ মিনিট

Donik Barta

জানুয়ারিতেই হাদি হত্যাকাণ্ডে জড়িতদের পরিচয় প্রকাশ হবে: নৌ উপদেষ্টা

repoter

প্রকাশিত: ০৯:১৯:৪৯অপরাহ্ন , ০২ জানুয়ারী ২০২৬

আপডেট: ০৯:১৯:৪৯অপরাহ্ন , ০২ জানুয়ারী ২০২৬

সংগৃহীত ছবি

ছবি: সংগৃহীত ছবি

নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছে। সরকার তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে সক্রিয়ভাবে কাজ করছে। চলতি জানুয়ারির মধ্যেই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের পরিচয় প্রকাশ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

লঞ্চঘাটের নামকরণ ও বক্তব্য

শুক্রবার বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলার একটি গুরুত্বপূর্ণ লঞ্চঘাটে শহীদ শরীফ ওসমান হাদির নামে নামফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি নিজ হাতে নামফলক উন্মোচনের মাধ্যমে লঞ্চঘাটটির নামকরণ উদ্বোধন করেন।

নৌ উপদেষ্টা বলেন, ওসমান হাদি ছিলেন একজন বিপ্লবী চেতনার মানুষ। বিপ্লবীদের মৃত্যু নেই—তারা আদর্শের মাধ্যমে বেঁচে থাকেন। সরকার এই হত্যাকাণ্ডকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এবং যারা পার্শ্ববর্তী দেশে পালিয়ে আছে, তাদের গ্রেপ্তারে কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ অব্যাহত রয়েছে।

পরিবারের দাবি ও বক্তব্য

অনুষ্ঠানে শহীদ ওসমান হাদির বোন মাসুমা আক্তার বলেন, তার ভাই ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন। তার আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব। তিনি ভাই হত্যার সুষ্ঠু বিচার দাবি করে বলেন, তারা কোনো প্রাপ্তি চান না—তারা ইনসাফ চান।

তিনি অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে এবং এর পেছনে দেশি ও বিদেশি বিভিন্ন শক্তির সংশ্লিষ্টতা রয়েছে।

উপস্থিতি ও দাবি

অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা দ্রুত হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার পাশাপাশি এই হত্যাকাণ্ডের নেপথ্যের পরিকল্পনাকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান।

এলাকাবাসীর মতে, শহীদ ওসমান হাদির নামে লঞ্চঘাটের নামকরণ তাদের কাছে শ্রদ্ধা ও সম্মানের প্রতীক হয়ে থাকবে।

repoter