ছবি: শহীদ শরিফ ওসমান বিন হাদি (বাঁয়ে) ও পলাতক আসামি ফয়সাল করিম।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির ওপর গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় পলাতক আসামি ফয়সাল করিম বিদেশে অবস্থান করছে বলে যে দাবি করেছে, তা সঠিক নয় বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ, তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন যে ফয়সাল সম্প্রতি একাধিক ভিডিও বার্তার মাধ্যমে নিজেকে বিদেশে অবস্থানরত দাবি করে তার ও পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুললেও এসব ভিডিও বার্তা পর্যালোচনা করে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নয় এবং ভিডিওগুলো আসল হলেও ফয়সালের অবস্থান সংক্রান্ত দাবি ভুয়া; প্রযুক্তিগত বিশ্লেষণ ও মাঠপর্যায়ের তথ্যপ্রমাণের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ নিশ্চিত হয়েছে যে ফয়সাল বর্তমানে ভারতে অবস্থান করছে, দুবাইয়ে থাকার যে বক্তব্য সে দিয়েছে তা বিভ্রান্তিমূলক ও তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে প্রচার করা হয়েছে; তদন্তে আরও উঠে এসেছে যে ফয়সাল করিম সরাসরি গুলিবর্ষণকারী হিসেবে চিহ্নিত এবং মামলার অন্যান্য আসামির সঙ্গে তার সাংগঠনিক ও রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে, তার সহযোগীদের মধ্যে স্থানীয় রাজনৈতিক কর্মী ও আত্মীয়স্বজনের সংশ্লিষ্টতার তথ্যও পাওয়া গেছে, যাদের কয়েকজন এখনো পলাতক রয়েছে; এ মামলায় ইতোমধ্যে একাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন তথ্য ও প্রমাণ পাওয়া গেলে সম্পূরক অভিযোগপত্র দাখিলের সুযোগ রাখা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে যে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে পলাতক আসামিদের গ্রেপ্তারে উদ্যোগ চলমান রয়েছে এবং হত্যাকাণ্ডের পেছনের পরিকল্পনাকারী, অর্থদাতা ও সহায়তাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়টি তদন্তের অন্যতম প্রধান লক্ষ্য, একই সঙ্গে এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিভ্রান্তি, গুজব বা ভুয়া তথ্য ছড়ানো না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
repoter

