ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ০২:০৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

গাজায় যুদ্ধ বন্ধ ও ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

repoter

প্রকাশিত: ১১:১৩:৪২পূর্বাহ্ন, ২৯ জুলাই ২০২৫

আপডেট: ১১:১৩:৪২পূর্বাহ্ন, ২৯ জুলাই ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

জাতিসংঘে যৌথ সংবাদ সম্মেলনে সৌদি আরবের স্পষ্ট বার্তা, সম্পর্ক স্বাভাবিককরণের শর্ত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা

সৌদি আরব ঘোষণা দিয়েছে, গাজায় চলমান যুদ্ধ বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত দেশটি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করবে না। এ বিষয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে স্পষ্ট বার্তা দিয়েছেন।

সোমবার (২৮ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘের প্রধান কার্যালয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোরের সঙ্গে যৌথভাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রিন্স ফয়সাল বলেন, ইসরায়েলকে কূটনৈতিক স্বীকৃতি দেওয়ার বিষয়টি সরাসরি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সঙ্গে সম্পৃক্ত। সৌদি আরবের পক্ষ থেকে এটিই এখন পর্যন্ত সবচেয়ে পরিষ্কার ও অনড় অবস্থান।

তিনি বলেন, "আমরা বিশ্বাস করি, আজকের এই পরিষ্কার বার্তা ভবিষ্যতের জন্যও একটি দৃঢ় অবস্থান তৈরি করবে এবং তা একটি বাস্তবসম্মত রাজনৈতিক গতিপথ গড়ে তুলবে। এই গতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের আলোচনার জন্য পরিবেশ তৈরি করতে পারে, তবে তার আগে যুদ্ধ থামাতে হবে এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রূপরেখা নিশ্চিত করতে হবে।"

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “গাজায় প্রতিদিন অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে। ঘরবাড়ি, অবকাঠামো ধ্বংস হচ্ছে, পুরো সমাজ এক মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। এমন একটি পরিস্থিতিতে সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা শুধু অগ্রহণযোগ্য নয়, বরং বাস্তবতার সম্পূর্ণ বিপরীত।”

এর আগে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ উদ্যোগে ফিলিস্তিন-ইসরায়েল সংকট সমাধানে একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে কেন্দ্র করে ভবিষ্যৎ পথনকশা তৈরির চেষ্টা করা হয়।

এ প্রসঙ্গে প্রিন্স ফয়সাল বলেন, “এই সংকটের একমাত্র কার্যকর ও টেকসই সমাধান হলো দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমঝোতায় পৌঁছানো। যার মাধ্যমে একটি স্বীকৃত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা পাবে এবং গাজায় চলমান রক্তক্ষয়ী যুদ্ধের স্থায়ী অবসান হবে।”

তিনি বলেন, "যতক্ষণ না এসব শর্ত পূরণ হচ্ছে, ততক্ষণ ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলা সৌদি আরবের জন্য বিবেচ্য নয়।"

প্রিন্স ফয়সাল ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রী যৌথভাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান, যেন তারা দ্রুত ও কার্যকরভাবে ফিলিস্তিন সংকটের একটি রাজনৈতিক সমাধানের দিকে এগিয়ে আসে এবং গাজায় চলমান মানবিক বিপর্যয় বন্ধে কার্যকর ভূমিকা পালন করে।

সংবাদ সম্মেলনের শেষে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "আমরা একটি ন্যায্য ও টেকসই শান্তি চাই, যার ভিত্তি হবে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের প্রস্তাবসমূহ। সেই শান্তি আসলেই সম্ভাব্য হবে যদি আমরা সম্মিলিতভাবে নিরপেক্ষ এবং বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করি।"

repoter