ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ০৩:৩৯ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

ঈদযাত্রায় খানাখন্দ ও বৃষ্টির কিছুটা প্রভাব থাকলেও যাত্রা হবে স্বস্তিদায়ক: অতিরিক্ত আইজিপি দেলোয়ার

repoter

প্রকাশিত: ০৭:১৬:৩৭অপরাহ্ন , ০৪ জুন ২০২৫

আপডেট: ০৭:১৬:৩৭অপরাহ্ন , ০৪ জুন ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঈদুল আজহা সামনে রেখে যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশসহ সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব যৌথভাবে কাজ করছে


পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সড়কে যানজট নিয়ন্ত্রণ ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে মহাসড়কে চার হাজার হাইওয়ে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন শেষে বুধবার (৪ জুন) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা।

তিনি বলেন, এবারের ঈদযাত্রা সাধারণত স্বস্তিদায়কই হবে, তবে অতিবৃষ্টির কারণে সড়কে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। মহাসড়কের বিভিন্ন স্থানে বৃষ্টির ফলে সৃষ্ট ৬৭টি খানাখন্দ এবং দুর্ঘটনাপ্রবণ ২৮৫টি পয়েন্টে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটবে। তবুও সবার সম্মিলিত প্রচেষ্টা ও প্রস্তুতির ফলে সাধারণ মানুষ স্বস্তিতে ঈদযাত্রা সম্পন্ন করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অতিরিক্ত আইজিপি আরও বলেন, দেশের বিভিন্ন শিল্পকারখানা বন্ধ হলে ঈদের আগের দিনগুলোতে মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ অনেক বেড়ে যাবে। তাই এই সময়টায় যাত্রী ও চালকদের আরও বেশি সতর্ক থাকতে হবে, বিশেষ করে দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে চলাচলের সময়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এসব ঝুঁকিপূর্ণ পয়েন্টে বিশেষ নজরদারি রাখা হচ্ছে।

পরিবহন ভাড়ার বিষয়েও তিনি বক্তব্য দেন। অতিরিক্ত ভাড়া আদায় রোধে আগামীকাল একটি মোবাইল অ্যাপস উদ্বোধন করা হবে বলে জানান তিনি। ‘হ্যালো এইচপি’ নামের এই অ্যাপসের মাধ্যমে যাত্রীরা সহজেই দেশের যেকোনো রুটের নির্ধারিত ভাড়ার তালিকা দেখতে পারবেন। এতে অতিরিক্ত ভাড়া দাবি করা হলে যাত্রীরা সঙ্গে সঙ্গে বিষয়টি অবহিত করতে পারবেন, এবং প্রয়োজন হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বাস মালিক সমিতির সঙ্গে আলোচনায় তারা প্রতিশ্রুতি দিয়েছেন, নির্ধারিত ভাড়ার বেশি নেবেন না।

তিনি আরও বলেন, মহাসড়কে দুর্ঘটনার অন্যতম বড় কারণ অটোরিকশা ও বিভিন্ন ধরনের থ্রি-হুইলার যানবাহন। এসব যানবাহন যেন মহাসড়কে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কড়াকড়িভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কারণ এই ধরনের যানবাহন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বড় দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যায়।

সবশেষে অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিঞা বলেন, এবারের ঈদযাত্রা নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও স্বস্তিদায়ক করতে সবার সহযোগিতা প্রয়োজন। আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে। জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নিয়ম মেনে চললে সড়কে ভোগান্তি অনেকটাই কমে আসবে।

repoter