ঢাকা,  শুক্রবার
৯ মে ২০২৫ , ০৫:৫১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* অনতিবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন: ডা. জাহিদ * আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি গুরুত্বসহকারে বিবেচনা করছে সরকার * ড্রোন হামলায় স্থগিত পিএসএলের ম্যাচ, আতঙ্কে বিদেশি ক্রিকেটাররা * পিলখানা হত্যাকাণ্ড: তাপসের নেতৃত্বে মিটিং, নানক-আজমসহ আওয়ামী লীগ নেতাদের সম্পৃক্ততার দাবি * ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সে থাকা একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ * উত্তেজনার জেরে ভারত-পাকিস্তানের শেয়ারবাজারে ব্যাপক দরপতন, লেনদেন বন্ধ * রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতায় নিয়ন্ত্রণ আনতে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রস্তাব * সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ: দায়িত্বে অবহেলায় পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা * ইতিহাসের সর্বোত্তম নির্বাচন উপহার দেবে অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা * রাজশাহীর দুটি জলাভূমিকে ‘জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষণা

ডেঙ্গুতে আরও ৪৯ জন হাসপাতালে ভর্তি, বাড়ছে আক্রান্তের সংখ্যা

repoter

প্রকাশিত: ০৭:২২:০৮অপরাহ্ন , ০৫ মে ২০২৫

আপডেট: ০৭:২২:০৮অপরাহ্ন , ০৫ মে ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

দেশজুড়ে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৯ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও এই সময়ের মধ্যে ডেঙ্গুতে নতুন করে কেউ মারা যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৪৯ জন ডেঙ্গু রোগীর মধ্যে বরিশাল বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় রয়েছে ১৭ জন, চট্টগ্রাম বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১৮ জন, ঢাকা বিভাগের বাইরের অংশে তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে পাঁচজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুইজন, খুলনা বিভাগের বাইরের অংশে দুইজন, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বাইরের এলাকায় একজন করে রোগী শনাক্ত হয়েছে।

এই সময়ের মধ্যে বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫২ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২ হাজার ৭৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬০ দশমিক সাত শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক তিন শতাংশ নারী। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৮১ জন।

এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ২ হাজার ৫৫৫ জন। চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্ষা মৌসুম সামনে থাকায় এডিস মশাবাহিত এই রোগের প্রকোপ আরও বাড়তে পারে। এ কারণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় প্রশাসন, সিটি করপোরেশন এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে মশা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে কর্তৃপক্ষ।

repoter