ছবি: চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক)
চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১৫টিতে প্রার্থী ঘোষণা করলেও এখনো একটি আসনে প্রার্থী চূড়ান্ত করেনি বিএনপি। আসনটি হলো চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক এলাকা)। মনোনয়ন জমার সময়সীমা প্রায় শেষ হলেও এই আসনে কে দলীয় প্রার্থী হচ্ছেন—তা নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে আলোচনা ও জল্পনা চলছে।
চট্টগ্রামের আসন বিন্যাস ও সাম্প্রতিক পরিবর্তন
চট্টগ্রাম জেলা মোট ১৫টি উপজেলা ও ৩৪টি থানা এলাকা নিয়ে গঠিত। এর মধ্যে নগর এলাকার চারটি এবং বাকি ১২টি আসন উত্তর ও দক্ষিণ চট্টগ্রামে বিভক্ত। এরই মধ্যে কয়েকটি আসনে বিএনপি প্রার্থী পরিবর্তন করেছে। সীতাকুণ্ড আসনে নতুন প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং ডবলমুরিং ও বন্দর-পতেঙ্গা আসনেও রদবদল এসেছে।
চট্টগ্রাম–১৪ আসনে যাঁরা মনোনয়ন নিয়েছেন
যদিও এখনো প্রার্থী ঘোষণা হয়নি, তবে এই আসনে দলের একাধিক নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন—কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা, আইনজীবী, সাবেক ছাত্রনেতা ও স্থানীয় সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিরা। সবাই দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
জোট রাজনীতির কারণেই দেরি
দলীয় সূত্রে জানা গেছে, একটি রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠনের সম্ভাবনা থাকায় এত দিন এই আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। জোট হলে আসনটি ছেড়ে দেওয়া হতে পারে—এমন আলোচনা ছিল। তবে সর্বশেষ পরিস্থিতিতে দলটি এই আসনে নিজস্ব প্রার্থী দেওয়ার সিদ্ধান্তের দিকেই এগোচ্ছে।
আজই আসতে পারে চূড়ান্ত ঘোষণা
মনোনয়ন জমার শেষ দিন সামনে রেখে দলীয় নেতৃত্ব আজই চট্টগ্রাম–১৪ আসনের প্রার্থী ঘোষণা করতে পারে বলে জানা গেছে। এতে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তাঁদের মতে, দলীয় প্রার্থী হলে এলাকায় সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে।
repoter

