ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ১২:৪১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

চেক প্রজাতন্ত্র থেকে পুরস্কার নিয়ে ফিরলেন বাংলাদেশের তরুণরা

repoter

প্রকাশিত: ০৪:২৩:২৮অপরাহ্ন , ২৫ নভেম্বর ২০২৫

আপডেট: ০৪:২৩:২৮অপরাহ্ন , ২৫ নভেম্বর ২০২৫

পুরস্কার হিসেবে দল পাচ্ছে ১ হাজার ইউরো

ছবি: পুরস্কার হিসেবে দল পাচ্ছে ১ হাজার ইউরো

চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত ফিউচার পোর্ট ইয়ুথ অ্যাওয়ার্ডস ২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের তরুণদের উদ্ভাবনী প্রকল্প ‘নির্ভয়া’। ১৩ নভেম্বর প্রাগে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নির্ভয়া দলের সদস্য মারজানা মারিয়াশহিদুল ইসলাম পুরস্কার হিসেবে ১ হাজার ইউরো গ্রহণ করেন। প্রতিযোগিতাটিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২২০টির বেশি প্রকল্প অংশ নেয়। এতে প্রথম হয় গ্রিস, দ্বিতীয় বাংলাদেশ এবং তৃতীয় যুক্তরাষ্ট্র।

দলটির সদস্যরা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী—বিইউপির সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী মারজানা মারিয়া, নর্দান ইউনিভার্সিটির বিবিএ ছাত্র শহিদুল ইসলাম এবং বুয়েটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী তায়েব মৃধা (যিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি)।

চা–শ্রমিক নারীদের মাসিক স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর অভিপ্রায়ে ‘নির্ভয়া’র যাত্রা শুরু। তাঁরা শ্রীমঙ্গলে নারীদের স্যানিটারি ন্যাপকিন ব্যবহার, পরিবর্তনের সময়সীমা, সঠিক স্বাস্থ্যবিধি এবং দীর্ঘক্ষণ ব্যবহারের ঝুঁকি সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে আসছেন। পাশাপাশি চা–শ্রমিকদের কম মজুরি বিবেচনায় তাঁদের জন্য অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করতেও কাজ করছে দলটি—যার অংশ হিসেবে পুনর্ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন তৈরির প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রকল্পটি একটি দ্বিভাষিক অ্যাপও তৈরি করেছে, যা এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে। অ্যাপটির মাধ্যমে নারীরা মাসিক সংক্রান্ত তথ্য রেকর্ড করে এআই–generated রিপোর্ট পাবেন, স্বল্পমূল্যে ন্যাপকিন কিনতে পারবেন এবং বিনা মূল্যে চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগও পাবেন।

নির্ভয়ার সদস্যরা মনে করেন, এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের আরও নতুন উদ্যোগ নিতে উৎসাহিত করবে।

repoter