ছবি: পুরস্কার হিসেবে দল পাচ্ছে ১ হাজার ইউরো
চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত ফিউচার পোর্ট ইয়ুথ অ্যাওয়ার্ডস ২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের তরুণদের উদ্ভাবনী প্রকল্প ‘নির্ভয়া’। ১৩ নভেম্বর প্রাগে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নির্ভয়া দলের সদস্য মারজানা মারিয়া ও শহিদুল ইসলাম পুরস্কার হিসেবে ১ হাজার ইউরো গ্রহণ করেন। প্রতিযোগিতাটিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২২০টির বেশি প্রকল্প অংশ নেয়। এতে প্রথম হয় গ্রিস, দ্বিতীয় বাংলাদেশ এবং তৃতীয় যুক্তরাষ্ট্র।
দলটির সদস্যরা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী—বিইউপির সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী মারজানা মারিয়া, নর্দান ইউনিভার্সিটির বিবিএ ছাত্র শহিদুল ইসলাম এবং বুয়েটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী তায়েব মৃধা (যিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি)।
চা–শ্রমিক নারীদের মাসিক স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর অভিপ্রায়ে ‘নির্ভয়া’র যাত্রা শুরু। তাঁরা শ্রীমঙ্গলে নারীদের স্যানিটারি ন্যাপকিন ব্যবহার, পরিবর্তনের সময়সীমা, সঠিক স্বাস্থ্যবিধি এবং দীর্ঘক্ষণ ব্যবহারের ঝুঁকি সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে আসছেন। পাশাপাশি চা–শ্রমিকদের কম মজুরি বিবেচনায় তাঁদের জন্য অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করতেও কাজ করছে দলটি—যার অংশ হিসেবে পুনর্ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন তৈরির প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রকল্পটি একটি দ্বিভাষিক অ্যাপও তৈরি করেছে, যা এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে। অ্যাপটির মাধ্যমে নারীরা মাসিক সংক্রান্ত তথ্য রেকর্ড করে এআই–generated রিপোর্ট পাবেন, স্বল্পমূল্যে ন্যাপকিন কিনতে পারবেন এবং বিনা মূল্যে চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগও পাবেন।
নির্ভয়ার সদস্যরা মনে করেন, এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের আরও নতুন উদ্যোগ নিতে উৎসাহিত করবে।
repoter



