ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ০২:১০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

বর্ণিল আয়োজনে যুক্তরাষ্ট্রের ফোর্ট কলিন্সে বর্ষবরণ উদযাপন

repoter

প্রকাশিত: ০২:৫০:১৮অপরাহ্ন , ২৭ এপ্রিল ২০২৫

আপডেট: ০২:৫০:১৮অপরাহ্ন , ২৭ এপ্রিল ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কোলোরাডো অঙ্গরাজ্যের ফোর্ট কলিন্সে বসবাসরত বাংলাদেশিরা এই বছরও বাংলা নববর্ষ উপলক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করেন। বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, কোলোরাডো স্টেট ইউনিভার্সিটির (বিএসএ-সিএসইউ) উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে গ্রেটার ফোর্ট কলিন্সে বসবাসরত বাঙালিরা একত্রিত হন।

এই অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার (২৬ এপ্রিল) দুপুরে সিএসইউ এর ইউনিভার্সিটি ভিলেজ সেন্টারে। প্রবাসী বাঙালিরা নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপন করতে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, এবং এতে আনন্দের সাথে সময় কাটান।

শাড়ি, পাঞ্জাবি এবং নানা রঙের পোশাক পরিধান করে নববর্ষ উদযাপন করতে উপস্থিত হয় সবাই। প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোররা এই উৎসবে বিশেষভাবে অংশগ্রহণ করে। তারা বৈশাখের রঙ, বাংলার ঐতিহ্য, উৎসব এবং পার্বণের স্মৃতি মনে করে গান, কবিতা ও আড্ডায় মেতে ওঠে।

অনুষ্ঠানের শুরুতে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়, যা ছিল একটি আকর্ষণীয় পর্ব। এরপর বিএসএ-সিএসইউ’র নবগঠিত কমিটির পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। মধ্যাহ্নভোজে ছিল বাংলাদেশের জনপ্রিয় বিভিন্ন রকমারি ভর্তা, মাছ, তরকারি, জিলাপি, পায়েসসহ সুস্বাদু খাবারের আয়োজন। বিকেলে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে কবিতা আবৃত্তি, গান এবং অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বাংলাদেশিরা। বড়দের পাশাপাশি শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল মার্বেল দৌড়, বিস্কুট দৌড়, বালিশ খেলা, মিউজিক্যাল চেয়ারসহ বাংলাদেশের জনপ্রিয় সব খেলাধুলা। এই খেলাগুলোতে শিশু-কিশোরদের পাশাপাশি নারী-পুরুষ সবাই অংশ নেন। গ্রেটার ফোর্ট কলিন্সে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীরা ছাড়াও কোলোরাডো অঙ্গরাজ্যের অন্যান্য স্থানে কর্মরত বাঙালিরা এই অনুষ্ঠানে যোগ দেন।

বিএসএ সিএসইউর সহসভাপতি আব্দুল্লাহ আল ফাত্তাহ তুষার এবং সাধারণ সম্পাদক রাকিবুল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সহসভাপতি ফাহিম হাসান। এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএ-সিএসইউ উপদেষ্টা মো. সাফায়েত আরেফিন, এস এম জামিল উদ্দিন, মিফতাহ আহমেদ, জুবায়ের চৌধুরী, ইয়াসমিন আক্তার টুকুন, ময়ূখ রয়, তায়িব আহমেদ, আজমল হোসেন, ফারজানা খানসহ সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

এভাবে যুক্তরাষ্ট্রের ফোর্ট কলিন্সে বসবাসরত বাংলাদেশিরা একত্রিত হয়ে বাংলা নববর্ষের আনন্দ উদযাপন করেছেন, যা তাদের দেশপ্রেম ও ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশের এক দৃষ্টান্ত হয়ে থাকলো।

repoter