ছবি: সব বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ পালনের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ
শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আজ রোববার দুপুর ২টা থেকে দেশের সব বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
গত শনিবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় এ কর্মসূচির কথা জানানো হয়। এর আগে শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি থেকে অবরোধের সময়সূচি পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়। প্রশাসনিক কার্যক্রম ও পরিস্থিতি পর্যালোচনার পর দুপুর ২টা থেকে কর্মসূচি শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।
‘রক্তের সঙ্গে কোনো আপস নয়’
নতুন কর্মসূচি ঘোষণা করে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, আট বিভাগে একযোগে সর্বাত্মক অবরোধ চলবে। শহীদ ওসমান হাদির হত্যার পেছনে জড়িত সবাইকে প্রকাশ্যে আনা এবং বিচারের আওতায় না আনা পর্যন্ত আন্দোলন চলবে। তিনি সবাইকে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।
সরকারের প্রতিশ্রুতি প্রত্যাখ্যান
এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা ও ঢাকা মহানগর পুলিশের কমিশনার শাহবাগে এসে হত্যাকাণ্ডের তদন্ত অগ্রগতির কথা জানান। তাঁরা ৭ জানুয়ারির মধ্যে মামলার চার্জশিট দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং দ্রুত বিচার সম্পন্ন করার আশ্বাস দেন। তবে ইনকিলাব মঞ্চ এই প্রতিশ্রুতিকে অপর্যাপ্ত বলে প্রত্যাখ্যান করে অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়।
তদন্তে অগ্রগতি, তবু অসন্তোষ
কর্তৃপক্ষ জানায়, মামলায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এবং আর্থিক লেনদেনসংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়েছে। তবু ইনকিলাব মঞ্চের নেতারা দাবি করেন, মূল পরিকল্পনাকারীদের পরিচয় প্রকাশ না করা পর্যন্ত আন্দোলন বন্ধ হবে না।
শাহবাগে টানা অবস্থান
শুক্রবার দুপুর থেকে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। শীত উপেক্ষা করে খোলা আকাশের নিচে অবস্থান, স্লোগান, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে তাঁরা প্রতিবাদ জানাচ্ছেন। নারী ও শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিচ্ছেন।
হত্যাকাণ্ডের পটভূমি
গত বছরের ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় ওসমান হাদির ওপর গুলি চালানো হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হত্যাকাণ্ডের পর থেকেই দেশজুড়ে ন্যায়বিচারের দাবিতে আন্দোলন চলছে।
repoter

