ঢাকা,  মঙ্গলবার
১৬ সেপ্টেম্বর ২০২৫ , ০৭:৫৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মিছিল, পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ * শুল্ক কমাতে হবে, নইলে ভারতের ব্যবসা ঝুঁকিতে পড়বে: যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা * জনসমর্থন ছাড়া গণতন্ত্র টিকবে না: আমীর খসরু * মানুষ জন্মগতভাবে উদ্যোক্তা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস * জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আলোচনা * যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া নিয়ে উত্তর কোরিয়ার কড়া হুঁশিয়ারি * শহীদ মিনারে ফরিদা পারভীনের প্রতি সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা * সরকার চায় ‘মব সংস্কৃতি’ টিকে থাকুক: রুমিন ফারহানা * যাবজ্জীবন সাজার মেয়াদ কমানোর চিন্তায় সরকার * চুনারুঘাট থানার ওসি পুলিশের দায়িত্ব থেকে ক্লোজড, বাসা তল্লাশির ভিডিও ভাইরাল হয়ে বিতর্ক

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করল শ্রীলঙ্কা, ফিরলেন মাদুশঙ্কা

repoter

প্রকাশিত: ০৫:৫১:৪১অপরাহ্ন , ২৭ জুন ২০২৫

আপডেট: ০৫:৫১:৪১অপরাহ্ন , ২৭ জুন ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

দিলশান মাদুশঙ্কা ফিরেছেন ১৬ সদস্যের স্কোয়াডে, সিরিজ শুরু ২ জুলাই; কলম্বো ও পাল্লেকেলেতে হবে তিন ম্যাচ


টেস্ট সিরিজ শেষে এবার ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে শুক্রবার (২৭ জুন) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ঘোষিত দলে ফিরেছেন বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কা, যিনি সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন। দীর্ঘদিন পর সাদা বলের ক্রিকেটে ফিরছেন তিনি।

ওয়ানডে সিরিজের সূচি অনুযায়ী, প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২ জুলাই কলম্বোতে। দ্বিতীয় ওয়ানডে হবে ৫ জুলাই, একই ভেন্যুতে। তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি ৮ জুলাই অনুষ্ঠিত হবে পাল্লেকেলেতে। এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যার প্রথম ম্যাচ ১০ জুলাই

ঘোষিত শ্রীলঙ্কা দলে বেশ কিছু নিয়মিত মুখের পাশাপাশি তরুণ ক্রিকেটারদেরও সুযোগ দেওয়া হয়েছে। চারিথ আসালাঙ্কা থাকছেন অধিনায়ক হিসেবে। দলে আছেন পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, আভিস্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, এবং মহেশ থিকসানার মতো অভিজ্ঞ খেলোয়াড়রা।

এছাড়া, সম্ভাব্য নতুন মুখ হিসেবে আছেন ইশান মালিঙ্কা ও মিলন রত্ননায়েকে, তবে মিলনের খেলা ফিটনেসের ওপর নির্ভর করবে বলে জানিয়েছে এসএলসি।

শ্রীলঙ্কা ওয়ানডে দল:

  • চারিথ আসালাঙ্কা (অধিনায়ক)

  • পাথুম নিশাঙ্কা

  • আভিস্কা ফার্নান্দো

  • নিশান মাদুশঙ্কা

  • কুশল মেন্ডিস

  • সাদিরা সামারাবিক্রমা

  • কামিন্দু মেন্ডিস

  • জানিথ লিয়ানাগে

  • দুনিথ ভেল্লালাগে

  • ওয়ানিন্দু হাসারাঙ্গা

  • মহেশ থিকসানা

  • জেফ্রি ভ্যান্ডারসে

  • দিলশান মাদুশঙ্কা

  • আসিথা ফার্নান্দো

  • ইশান মালিঙ্কা

  • মিলন রত্ননায়েকে (ফিটনেস সাপেক্ষে)

বাংলাদেশের বিপক্ষে এই ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কার জন্য বিশ্বকাপ প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। অপরদিকে বাংলাদেশও এই সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামবে। দুই দলের মধ্যকার হাইভোল্টেজ লড়াই উপভোগ করার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

repoter