ঢাকা,  মঙ্গলবার
১ জুলাই ২০২৫ , ০৭:৫৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই বিপ্লবে নিহত শ্রমিকদের তালিকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর কাছে হস্তান্তর * আন্দোলনের মধ্যেও এনবিআরের রাজস্ব আদায় ৪ দিনে ৭ হাজার ৯২২ কোটি টাকা * তুহিন হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর রিমান্ড শুনানি পিছিয়ে ৭ জুলাই * চট্টগ্রামে করোনার নতুন ঢেউ: ২৪ ঘণ্টায় ১০ জন আক্রান্ত, জুনে শনাক্ত ১৪৫ * তীব্র গরমে পুড়ছে ইউরোপ: দাবানলের ঝুঁকি, বন্ধ হচ্ছে স্কুল, বাড়ছে হিটস্ট্রোকের ঘটনা * অস্ত্রের ম্যাগাজিন বিমানবন্দরে: আসিফ মাহমুদের লাইসেন্স পাওয়ার বিষয়ে জানেন না স্বরাষ্ট্র উপদেষ্টা * পারিবারিক নিরাপত্তায় লাইসেন্সধারী অস্ত্র রাখার যৌক্তিকতা তুলে ধরলেন যুব উপদেষ্টা আসিফ মাহমুদ * চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি * রেমিট্যান্স প্রবাহে চমকপ্রদ অগ্রগতি: জুন মাসে ২.৫৪ বিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা * আইসিসি মুট কোর্ট প্রতিযোগিতায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গৌরবময় অর্জন

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করল শ্রীলঙ্কা, ফিরলেন মাদুশঙ্কা

repoter

প্রকাশিত: ০৫:৫১:৪১অপরাহ্ন , ২৭ জুন ২০২৫

আপডেট: ০৫:৫১:৪১অপরাহ্ন , ২৭ জুন ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

দিলশান মাদুশঙ্কা ফিরেছেন ১৬ সদস্যের স্কোয়াডে, সিরিজ শুরু ২ জুলাই; কলম্বো ও পাল্লেকেলেতে হবে তিন ম্যাচ


টেস্ট সিরিজ শেষে এবার ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে শুক্রবার (২৭ জুন) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ঘোষিত দলে ফিরেছেন বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কা, যিনি সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন। দীর্ঘদিন পর সাদা বলের ক্রিকেটে ফিরছেন তিনি।

ওয়ানডে সিরিজের সূচি অনুযায়ী, প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২ জুলাই কলম্বোতে। দ্বিতীয় ওয়ানডে হবে ৫ জুলাই, একই ভেন্যুতে। তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি ৮ জুলাই অনুষ্ঠিত হবে পাল্লেকেলেতে। এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যার প্রথম ম্যাচ ১০ জুলাই

ঘোষিত শ্রীলঙ্কা দলে বেশ কিছু নিয়মিত মুখের পাশাপাশি তরুণ ক্রিকেটারদেরও সুযোগ দেওয়া হয়েছে। চারিথ আসালাঙ্কা থাকছেন অধিনায়ক হিসেবে। দলে আছেন পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, আভিস্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, এবং মহেশ থিকসানার মতো অভিজ্ঞ খেলোয়াড়রা।

এছাড়া, সম্ভাব্য নতুন মুখ হিসেবে আছেন ইশান মালিঙ্কা ও মিলন রত্ননায়েকে, তবে মিলনের খেলা ফিটনেসের ওপর নির্ভর করবে বলে জানিয়েছে এসএলসি।

শ্রীলঙ্কা ওয়ানডে দল:

  • চারিথ আসালাঙ্কা (অধিনায়ক)

  • পাথুম নিশাঙ্কা

  • আভিস্কা ফার্নান্দো

  • নিশান মাদুশঙ্কা

  • কুশল মেন্ডিস

  • সাদিরা সামারাবিক্রমা

  • কামিন্দু মেন্ডিস

  • জানিথ লিয়ানাগে

  • দুনিথ ভেল্লালাগে

  • ওয়ানিন্দু হাসারাঙ্গা

  • মহেশ থিকসানা

  • জেফ্রি ভ্যান্ডারসে

  • দিলশান মাদুশঙ্কা

  • আসিথা ফার্নান্দো

  • ইশান মালিঙ্কা

  • মিলন রত্ননায়েকে (ফিটনেস সাপেক্ষে)

বাংলাদেশের বিপক্ষে এই ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কার জন্য বিশ্বকাপ প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। অপরদিকে বাংলাদেশও এই সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামবে। দুই দলের মধ্যকার হাইভোল্টেজ লড়াই উপভোগ করার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

repoter