
ছবি: ছবি: সংগৃহীত
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি ঘোষণা দেন, ৬৪ জেলা নিয়ে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে।
তিনি বলেন, জেলা ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের পরিকল্পনা প্রণয়নের জন্য বাফুফেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা খুব শিগগিরই এই পরিকল্পনা জমা দেবে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
repoter