
ছবি: ছবি: সংগৃহীত
সাভারের আশুলিয়ায় ১৩ বছরের এক কিশোরীকে অপহরণ করে ৩৪ দিন আটকে রেখে ধর্ষণের মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ৩৮ বছর বয়সী মোফাজ্জল হোসেন শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত মোফাজ্জল হোসেন শাকিল ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার চরকৃষ্ণপুর এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে আশুলিয়ার জামগড়া বটতলা ডিস অফিস সংলগ্ন রাশেদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকেন।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া বাঁশতলার ভাড়াবাসা থেকে বের হলে কিশোরীটিকে অপহরণ করা হয়। এরপর তাকে রাশেদের ভাড়া বাড়ির একটি কক্ষে আটকে রাখা হয়। গত ১৮ মার্চ কিশোরীর বোন গোপন সংবাদের ভিত্তিতে তাকে খুঁজে পেয়ে পুলিশকে জানান। পুলিশ অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং মোফাজ্জলকে গ্রেপ্তার করে।
ভুক্তভোগী কিশোরী জানায়, মোফাজ্জল তাকে কৌশলে অপহরণ করে আটকে রেখে বারবার ধর্ষণ করে। এ সময় তাকে মারধর করা ছাড়াও পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা তালুকদার বলেন, উদ্ধারের পর কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
ভুক্তভোগী কিশোরী ও তার পরিবার অভিযুক্তের দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে
repoter