ঢাকা,  শুক্রবার
৯ মে ২০২৫ , ০৮:১৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়ে জনমনে সংশয়: তারেক রহমান * বিশ্বের ১৪০ কোটির আস্থা এখন পোপ লিও চতুর্দশের কাঁধে * পাকিস্তানে অবস্থানরত রিশাদ-নাহিদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করল বিসিবি * ভারতে এক রাতে ৫০০ ড্রোন হামলার অভিযোগ, পাল্টা অভিযানে উত্তপ্ত দুই দেশ * শাহবাগ মোড়ে ছাত্র-জনতার অবরোধ, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি * অনতিবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন: ডা. জাহিদ * আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি গুরুত্বসহকারে বিবেচনা করছে সরকার * ড্রোন হামলায় স্থগিত পিএসএলের ম্যাচ, আতঙ্কে বিদেশি ক্রিকেটাররা * পিলখানা হত্যাকাণ্ড: তাপসের নেতৃত্বে মিটিং, নানক-আজমসহ আওয়ামী লীগ নেতাদের সম্পৃক্ততার দাবি * ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সে থাকা একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

বাংলাদেশ থেকে বৈধপথে শ্রমিক নিতে আগ্রহী ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা

repoter

প্রকাশিত: ০৭:১৭:১৬অপরাহ্ন , ০৫ মে ২০২৫

আপডেট: ০৭:১৭:১৬অপরাহ্ন , ০৫ মে ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে বৈধপথে শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে ইতালি সরকার। ঢাকায় সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী এইচ ই মাত্তেও পিয়ান্তেদোসির সঙ্গে বৈঠক শেষে এমন তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন উপদেষ্টা।

তিনি জানান, ইতালি সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, তারা বাংলাদেশি শ্রমিকদের পরিশ্রমী ও বিশ্বস্ত মনে করে এবং সে কারণে তারা বৈধপথে বাংলাদেশ থেকে কর্মী নিতে চায়। ইতালিতে অন্যান্য দেশের ভিসা নিয়ে অনিয়মিতভাবে যাওয়ার যে প্রবণতা রয়েছে, সেটি নিরুৎসাহিত করতে চায় তারা। এর ফলে ইউরোপ পাড়ি দেওয়ার ঝুঁকিপূর্ণ পথগুলোতেও ভাটা পড়বে বলে মনে করছে উভয়পক্ষ।

উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ সরকার ইতালি কর্তৃপক্ষকে অনুরোধ করেছে, ইতিপূর্বে যারা অন্য দেশের ভিসায় বা অবৈধপথে ইতালিতে গিয়েছেন, তাদেরকেও যেন মানবিক দিক বিবেচনায় বৈধতা দেওয়া হয়। দুই দেশের মধ্যে এই বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে।

শ্রমিক পাঠানোর পাশাপাশি নিরাপত্তা খাতে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে। বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইতালি। উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এই বিষয়ে ইতোমধ্যে উভয় দেশ নীতিগতভাবে একমত হয়েছে।

দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে এই আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে অভিবাসন ব্যবস্থাপনা, নিরাপত্তা সহযোগিতা এবং প্রশিক্ষণ বিনিময়কে গুরুত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও কিছু চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়েও আলোচনা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বৈঠকে দুই দেশই আশা প্রকাশ করেছে যে, অভিবাসন ইস্যুতে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে ইতিবাচক ও টেকসই ফলাফল অর্জন সম্ভব হবে। বৈঠক শেষে দুই পক্ষ একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়।

repoter