ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ০৩:৩১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশসহ নিহত ৫

repoter

প্রকাশিত: ১১:১০:১৪পূর্বাহ্ন, ২৯ জুলাই ২০২৫

আপডেট: ১১:১০:১৪পূর্বাহ্ন, ২৯ জুলাই ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ম্যানহাটানে এনএফএল ভবনে বন্দুক হামলায় নিহতদের মধ্যে রয়েছেন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম; হামলাকারী নিজেও আত্মহত্যা করেন

নিউইয়র্কের ম্যানহাটানে পার্ক অ্যাভিনিউতে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত এক পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। পরে ওই বন্দুকধারী নিজেই আত্মঘাতী গুলিতে প্রাণ দেন বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ বিভাগ। নিহত পুলিশ কর্মকর্তার নাম দিদারুল ইসলাম। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় ২৭ বছর বয়সী শেন ডেভন তামুরা নামের এক বন্দুকধারী পার্ক অ্যাভিনিউয়ের ৩৪৫ নম্বর ভবনে ঢুকে এই হামলা চালান। নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে জানা যায়, হামলাকারী ছিলেন লাস ভেগাসের বাসিন্দা।

সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ভবনের লবিতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে জড়িয়ে পড়েন তামুরা। এর পর তিনি ভবনের ৩৩ তলায় চলে যান। কিছুক্ষণ পর ভবনের সিঁড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার হাতে একটি রাইফেল ছিল এবং প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, হামলাকারী একাই ছিলেন এবং তার কোনো সহযোগী ছিল না। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ নিশ্চিত হয়েছে, তিনি নিরস্ত্র অবস্থায় মারা গেছেন এবং হামলার দায়ভার তার একার।

হামলার খবর ছড়িয়ে পড়ার পর সন্ধ্যা ৭টার কিছু আগে পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে এলাকাবাসীকে পার্ক অ্যাভিনিউ এবং ইস্ট ৫১তম স্ট্রিট এলাকা এড়িয়ে চলার আহ্বান জানায়। নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এক বিবৃতিতে বলেন, ম্যানহাটনের মিডটাউনে সক্রিয় গুলির ঘটনা ঘটেছে। আশপাশে যারা আছেন, তারা যেন সতর্ক থাকেন এবং পার্ক অ্যাভিনিউয়ের কাছাকাছি অবস্থান করলে ঘরের বাইরে না যান।

এফবিআইয়ের নিউইয়র্ক ফিল্ড অফিস জানিয়েছে, তারা নিউইয়র্ক পুলিশকে সহায়তা করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে।

যেখানে হামলাটি ঘটে, সেই ৩৪৫ পার্ক অ্যাভিনিউয়ের ভবনটিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ করপোরেট অফিস রয়েছে। এর মধ্যে রয়েছে ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল), বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন এবং আর্থিক সংস্থা জেপি মরগান চেজ। হামলার সময় ভবনের কর্মীদের সতর্ক করে বলা হয়, তারা যেন বাইরে না যান এবং নিরাপদ আশ্রয়ে অবস্থান করেন। পাশাপাশি মোবাইল ফোন সাইলেন্ট করে রাখার নির্দেশনাও দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় ভবন থেকে মানুষদের হাত তুলে বেরিয়ে যেতে দেখা যায়। ভবনের চারপাশে বিপুলসংখ্যক পুলিশ ও জরুরি সেবা কর্মী মোতায়েন করা হয়।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানিয়েছেন, সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্ক একটি কমান্ড পোস্ট স্থাপন করেছে এবং এফবিআই ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিজ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “আমরা নিউইয়র্ক পুলিশ বিভাগের জন্য প্রার্থনা করছি। এই কঠিন সময়ে ঈশ্বর যেন আমাদের শহরের ওপর দৃষ্টি রাখেন।”

বন্দুক সহিংসতা পর্যবেক্ষণকারী সংস্থা ‘গান ভায়োলেন্স আর্কাইভ’-এর তথ্য অনুযায়ী, এই হামলাটি ছিল ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া ২৫৪তম গণগুলির ঘটনা। সংস্থার মতে, যেখানে বন্দুক হামলায় হামলাকারী ছাড়া অন্তত চারজন নিহত বা আহত হন, সেটিকে গণগুলি হিসেবে গণ্য করা হয়।

মর্মান্তিক এই ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের মৃত্যুতে স্থানীয় বাংলাদেশি নাগরিকরা গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেছেন। তাকে একজন দায়িত্বশীল ও নিষ্ঠাবান অফিসার হিসেবে স্মরণ করছেন তার সহকর্মীরা।

এই হামলার ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী ভবনটি সম্পূর্ণরূপে তল্লাশি চালায় এবং নিশ্চিত করে যে আর কোনো হুমকি নেই। ঘটনাস্থলের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে এবং হামলাকারীর উদ্দেশ্য ও মানসিক অবস্থাসহ সব দিক বিশ্লেষণ করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

repoter