ছবি: ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক
বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যেতে কেউ যদি ভিসা জালিয়াতি করেন বা অবৈধ উপায়ে প্রবেশের চেষ্টা করেন, তবে তাঁর বিরুদ্ধে ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করবে যুক্তরাজ্য সরকার—এ কথা জানিয়েছেন ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
মঙ্গলবার ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ভিসা জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে যুক্তরাজ্য এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে।
হাইকমিশনার সারাহ কুক বলেন, ভিসা জালিয়াতি মানুষের স্বপ্ন ধ্বংস করে দেয় এবং পরিবারগুলোকে বিপদের মুখে ঠেলে দেয়। অপরাধী চক্রগুলো উন্নত জীবনের আশা দেখিয়ে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয় এবং তাঁদের ঝুঁকিতে ফেলে।
তিনি ভিসাপ্রত্যাশীদের সতর্ক করে বলেন, কেবল সরকারি চ্যানেল ও সঠিক পদ্ধতি ব্যবহার করে করা বৈধ ভিসা আবেদনগুলোই যুক্তরাজ্য গ্রহণ করে। জালিয়াতির পথ বেছে নিলে এর পরিণতি হবে ভয়াবহ—এর মধ্যে রয়েছে ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা।
বিবৃতিতে আরও বলা হয়, প্রতারকদের কার্যকলাপে প্রতিবছর লাখ লাখ পাউন্ড ক্ষতি হয় এবং বাংলাদেশসহ বিশ্বজুড়ে অসংখ্য মানুষ আর্থিক ক্ষতি, আইনি জটিলতা ও শোষণের ঝুঁকিতে পড়ে।
বিশ্বব্যাপী ভিসা জালিয়াতি ও অবৈধ অভিবাসন সুবিধা প্রদান উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। অপরাধী চক্রগুলো এখন অতিরিক্ত ফি নিয়ে নিশ্চিত ভিসা, যোগ্যতা ছাড়াই চাকরি বা দ্রুত প্রক্রিয়াকরণের মতো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভুক্তভোগীদের প্রতারিত করছে। বাস্তবে এসব প্রতিশ্রুতির পরিণতি হয়—ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা, আর্থিক ক্ষতি, এবং সবচেয়ে খারাপ ক্ষেত্রে মানবপাচার ও শোষণ।
repoter

