ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ০২:১০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

‘ওয়েলকাম হোম’: হোয়াইট হাউজে ট্রাম্পকে বাইডেন

repoter

প্রকাশিত: ১০:৩৭:৩৪অপরাহ্ন , ২০ জানুয়ারী ২০২৫

আপডেট: ১০:৩৭:৩৪অপরাহ্ন , ২০ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন প্রত্যাবর্তন ঘটিয়ে ডোনাল্ড ট্রাম্প ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য শপথ গ্রহণ করেছেন। চার বছর আগে ক্ষমতা ছাড়তে অনিচ্ছুক থাকলেও বাধ্য হয়ে হোয়াইট হাউজ ছেড়েছিলেন ট্রাম্প। এবার বিপুল জনসমর্থন নিয়ে তিনি আবারও হোয়াইট হাউজে ফিরলেন।

বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়াকে স্বাগত জানানোর জন্য এক ঐতিহ্যবাহী চায়ের আয়োজন করেন। হোয়াইট হাউজের উত্তর পোর্টিকোতে ট্রাম্পকে স্বাগত জানিয়ে বাইডেন বলেন, “ওয়েলকাম হোম।” তবে এই সময়ে সাংবাদিকদের করা কোনো প্রশ্নের উত্তর দেননি ট্রাম্প বা বাইডেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাইডেন কেবল বলেন, হোয়াইট হাউজে শেষ দিন কাটানোর অভিজ্ঞতা তার জন্য “ভালো”।

উল্লেখ্য, ১৮৩৭ সালে প্রেসিডেন্ট মার্টিন ভ্যান বুরেন এবং অ্যান্ড্রু জ্যাকসনের মাধ্যমে চায়ের এই ঐতিহ্যবাহী আয়োজন শুরু হয়। তবে ২০২১ সালে বাইডেনকে এই চায়ের আমন্ত্রণ জানাননি ট্রাম্প।

শপথ অনুষ্ঠানের আগে বাইডেন ও ট্রাম্প হোয়াইট হাউস লিমোজিনে একসঙ্গে ক্যাপিটলের উদ্দেশ্যে রওনা হন। এর মাধ্যমে দুজন নেতা এক নজিরবিহীন দৃশ্যের জন্ম দেন।

রাজধানী ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় দুপুর ১২টায় শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। তীব্র শীতের কারণে চার দশকের মধ্যে প্রথমবার মার্কিন ক্যাপিটল ভবনের পশ্চিম দিকের খোলা সিঁড়ির পরিবর্তে অভিষেক অনুষ্ঠানটি ক্যাপিটলের রোটান্ডা হলঘরে স্থানান্তরিত হয়। শপথ গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প এবং নতুন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে তাকে নিয়ে দেশজুড়ে উত্তেজনা ও উৎসাহ দেখা গেছে। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাম্পের পরিবারের সদস্য, ঘনিষ্ঠ সহযোগী, এবং রাজনৈতিক মিত্ররা। নতুন মেয়াদে অভিবাসন, জ্বালানি, এবং শুল্কনীতিতে ব্যাপক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। শপথ গ্রহণের সঙ্গে সঙ্গেই তিনি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন বলে জানিয়েছেন।

নাটকীয় প্রত্যাবর্তনের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে এক উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

repoter