ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ০৩:৪৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত অপপ্রচার চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

repoter

প্রকাশিত: ০৬:১৪:০৩অপরাহ্ন , ১৪ নভেম্বর ২০২৪

আপডেট: ০৬:১৪:০৩অপরাহ্ন , ১৪ নভেম্বর ২০২৪

ফাইল ছবি

ছবি: ফাইল ছবি

ভারতের মিডিয়ায় বাংলাদেশকে নিয়ে প্রতিনিয়ত অপপ্রচার চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারতের মিডিয়া ‘রিপাবলিক বাংলা’ যেভাবে ভুল তথ্য প্রচার করছে, এর বিরুদ্ধে সরকার কড়া প্রতিবাদ জানাবে।

বৃহস্পতিবার বরিশাল জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে বরিশাল বিভাগের আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন উপদেষ্টা।

তিনি বলেন, দেশের অন্যান্য স্থানের তুলনায় বরিশালের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। মাঝে মাঝে রাস্তা ব্লক করার ঘটনা ঘটে, তবে সঠিক চ্যানেলে দাবি-দাওয়া উপস্থাপনই সেরা উপায়। ছাত্র প্রতিনিধিদের সহায়তা করার কথা জানিয়ে তিনি জনগণকে ভোগান্তি থেকে রক্ষা করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাহিনীকে জনবান্ধব করে গড়ে তুলতে আলোচনা হয়েছে। বাহিনীর নানা লজিস্টিক সমস্যার সমাধান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ব্যাপারেও মতবিনিময় হয়েছে।

গত ১২ নভেম্বর ‘রিপাবলিক বাংলা’র ইউটিউব চ্যানেলে ‘চট্টগ্রাম আলাদা রাষ্ট্র হবে? মাউন্টব্যাটেন-নেহেরুর ভুল ঠিক করার সময় এসেছে? ভারতের হস্তক্ষেপ জরুরি?’ শিরোনামে একটি বিতর্কিত প্রতিবেদন প্রচারিত হয়। উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ উত্তেজিত কণ্ঠে চট্টগ্রামের কৌশলগত গুরুত্ব তুলে ধরে ভারতের অধীনে আনার প্রসঙ্গ উল্লেখ করেন।

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করবে এবং একটি কড়া প্রতিবাদলিপি প্রেরণের অনুরোধ জানানো হবে।

তিনি বলেন, শুধু এই বিষয় নয়—ভারতীয় মিডিয়া প্রতিদিনই বাংলাদেশ সম্পর্কে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। মিথ্যা রিপোর্ট যাতে না হয়, সেজন্য সাংবাদিকদের সজাগ থাকার আহ্বান জানান।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, "আপনারা সত্য রিপোর্ট প্রকাশ করুন, কোনো ভুল থাকলে সংশোধন করবো। তবে মিথ্যা রিপোর্ট দেবেন না, কারণ সত্য একদিন প্রকাশ পাবেই।"

তিনি আরও বলেন, এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে, ভারতীয় মিডিয়া সত্য কিছু বললেও সেটাকে মিথ্যা বলে মনে হবে। সাংবাদিকদের প্রতিবাদ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "মিডিয়ার মাধ্যমেই আমাদের শক্তি আসবে।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশপ্রধান (আইজিপি) ময়নুল ইসলাম, র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, এবং বরিশাল সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম।

repoter