ছবি: ভারত-অস্ট্রেলিয়া টেস্টে ভাঙল ৭২ বছরের রেকর্ড - ছবি : সংগৃহীত
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে পার্থে শুরু হওয়া বর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই রেকর্ড গড়েছে উইকেটের পতন। শুক্রবার (২২ নভেম্বর) ম্যাচের প্রথম দিনেই দুই দলের মিলিয়ে ১৭টি উইকেট পড়েছে। এটি ১৯৫২ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টের প্রথম দিনে সর্বোচ্চ উইকেট পতনের রেকর্ড।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ভারতের ইনিংস মাত্র ৫০ ওভার টিকতে পারেনি। অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে ভারতীয় ব্যাটিং লাইনআপ ধসে পড়ে। ৮ নম্বরে ব্যাট করতে নামা নিতিশ কুমার রেড্ডি ভারতের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন।
নিতিশ শেষ পর্যন্ত লড়াই করলেও বাকি টেলএন্ডাররা তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন। বুমরাহ ও হারশিত আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে আউট হন। ইনিংসের শেষদিকে আক্রমণাত্মক শট খেলার চেষ্টা করতে গিয়ে নিতিশও প্যাট কামিন্সের বলে ক্যাচ দিয়ে ফেরেন। ভারতের ইনিংস থামে মাত্র ১৫০ রানে।
অস্ট্রেলিয়ার হয়ে হ্যাজেলউড নেন সর্বোচ্চ ৪টি উইকেট। স্টার্ক, কামিন্স এবং মিচেল মার্শ নেন ২টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াও সুবিধা করতে পারেনি। প্রথম দিনের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ৬৭ রান তোলে স্বাগতিক দল। মাত্র ২৭ ওভার ব্যাট করে তারা এখনো প্রথম ইনিংসের ভিত্তিতে ৮৩ রানে পিছিয়ে। ক্রিজে আছেন অ্যালেক্স ক্যারি (১৯*) এবং মিচেল স্টার্ক (৬*)।
ভারতের হয়ে বুমরাহ অসাধারণ বোলিং করে ১০ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন।
দুই ইনিংস মিলিয়ে প্রথম দিনের শেষে মোট ১৭টি উইকেট পড়েছে, যা অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টের ইতিহাসে বিরল ঘটনা। এমন শুরুতে পার্থ টেস্ট একটি উত্তেজনাপূর্ণ লড়াইয়ের আভাস দিচ্ছে।
repoter